খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
ইতিমধ্যেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর নিয়ে এক দফা বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া BLA দের করণীয় কী তা স্পষ্টত জানিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।
কলকাতা: সোমবার বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দলের গুরুত্বপূর্ণ কর্মীরাও অংশ নেবেন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই সভায় থাকবেন থাকবেন অন্য নেতৃত্বও। মঙ্গলবারই দলনেত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সমস্ত বিএলও ও কর্মীদের নিয়ে বৈঠক করার কথা।
রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পর যেসমস্ত অসঙ্গতি দেখা গিয়েছে, তা নিয়ে স্পষ্ট বার্তা দেবেন দলনেত্রী। বৈঠক থেকে কর্মীদের আগামীর রোডম্যাপ তৈরি করে দেবেন তিনি। নেত্রী আগেই স্পষ্ট জানিয়েছিলেন, ‘এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে চেক করুন। যাঁদের নাম বাদ গেল কী কারণে বাদ গিয়েছে সেটা ভাল করে বুঝে নিন। তাঁদের যা সহযোগিতা দরকার করুন।’ এবার যাতে হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে বলে দিকনির্দেশিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মূলত ডাকা হয়েছে কলকাতা-সহ হাওড়া-হুগলি লাগোয়া জেলাগুলির বিএলএ-দের। শুধু বিএলএ নন, নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোটের কাজে যুক্ত থাকেন যেসব গুরুত্বপূর্ণ কর্মী, তাঁদেরও ওই মিটিংয়ে থাকতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যেসব নাম বাদ গিয়েছে, তাঁদের নাম কেন বাদ গেল, বৈধ কারও নাম বাদ গেল কি না, মুখ্যমন্ত্রী সেই ইস্যুতেই যে নিজের বার্তা দেবেন তা একপ্রকার স্পষ্ট। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে তৃণমূলনেত্রী নিজের বাড়িতেই সেই বৈঠকে ডেকেছিলেন ভবানীপুরের বিএলএ এবং নিজের কেন্দ্রের পুর এলাকার কাউন্সিলরদের। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। সেখানেও বৈধ কোনও ভোটারের নাম বাদ গেল কি না তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 8:43 AM IST








