Alipurduar News: সাইকেলে আলিপুরদুয়ার থেকে কেদারনাথ রওনা ‌যুবকের

Last Updated:

সাইকেলে কেদারনাথ। দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন সাইকেল নিয়েই কেদারনাথে পাড়ি দেবেন। অবশেষে সেই স্বপ্ন পূরন হল আলিপুরদুয়ারের জ্যোতিষ বর্মণের। আজ নানা বাধাবিপত্তি অতিক্রম করে অবশেষে রওনা দিলেন।

+
title=

#আলিপুরদুয়ার : সাইকেলে কেদারনাথ। দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন সাইকেল নিয়েই কেদারনাথে পাড়ি দেবেন। অবশেষে সেই স্বপ্ন পূরন হল আলিপুরদুয়ারের জ্যোতিষ বর্মণের। আজ নানা বাধাবিপত্তি অতিক্রম করে অবশেষে রওনা দিলেন। আলিপুরদুয়ার এক নাম্বার ব্লকের পাতলাখাওয়া এলাকা থেকে এক যুবক কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই যুবকের নাম জ্যোতিষ বর্মন। বাবা নিখিল বর্মন সামান্য কৃষক। বাবা ভোলানাথের প্রতি অখন্ড ভক্তি নিয়ে আজ সেই যুবক এলাকার বয়েস ক্লাব থেকে এই যাত্রা শুরু করে।
 
 
advertisement
এই যাত্রা শুরু করার সময় সে বলে যে ছোটবেলা থেকেই তার এই স্বপ্ন ছিলো যে তিনি কেদারনাথে সাইকেলে করে যাবেন, এই বিষয়ে তিনি বিভিন্ন মানুষকে সঙ্গে যাওয়ার কথা বললে কেউ রাজি না হওয়ার কারণে অবশেষে একাই সাইকেল নিয়ে কেদারনাথের পথে রওনা দিলেন তিনি আজ। বাবা ভোলানাথের দর্শন পেতে একমাত্র সাইকেল চালিয়ে এতটা দূরত্ব অতিক্রম করবেন। কোনও স্পনসর নেই। একাই রওনা দিলেন। তার যাত্রায় হাজির ছিলেন গ্রামবাসীরা। বাবা ভোলানাথের প্রতি ভক্তি। তাই সাইকেল নিয়ে রওনা দিলেন ওই যুবক।
advertisement
 
কতদিন লাগবে? হঠাৎ সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা কেন তা তিনি খোলসা করেননি। সাফ জানিয়েছেন,ইচ্ছে ছিল যাওয়ার তাই যাচ্ছেন। এদিকে এলাকার যুবকেরা তাকে যথেষ্ট সহায়তা করেছে বলে জানা যায়।এলাকার জনাকয়েক যুবক আর্থিকভাবে তাকে সাহায্য তুলে দিয়েছেন। জ‍্যোতিষের কেদারনাথ যাত্রা সফল হবে,এই আশা রাখছেন তিনি। এছাড়াও এলাকার যুবকেরা জানিয়েছেন জ্যোতিষের ব্যাঙ্ক ডিটেইলস নিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আরও সাহায্য তাকে পাঠানো হবে বলে জানান হয়েছে যুবকদের তরফে।
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সাইকেলে আলিপুরদুয়ার থেকে কেদারনাথ রওনা ‌যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement