West Medinipur News: জঙ্গলমহলে ব্যাক টু ব্যাক বাস দুর্ঘটনা, সপ্তাহের প্রথম দিনই ভয়াবহ দৃশ্য, ভিলেন কি তবে কুয়াশা!

Last Updated:

West Medinipur News: সপ্তাহের প্রথম দিন ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বাস। দিঘা থেকে হুগলির কামারপুকুর যাওয়ার পথে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি জোরে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে। আহত ১২ জন যাত্রী।

বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা বাসের
বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা বাসের
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শনিবারের পর সোমবার, জেলায় ফের বাস দুর্ঘটনা। শালবনির গোদাপিয়াশালের পর এবার সোমবার সকালে চন্দ্রকোনায় দুর্ঘটনার কবলে পড়ল বাস। সাত সকালে ভিলেন ঘন কুয়াশা। মাঝে শুধুমাত্র একদিনের ব্যবধান। ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে ঘন কুয়াশার জেরে ফের দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস। আর এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। চারজনের অবস্থা গুরুতর।
ব্যাক টু ব্যাক জঙ্গলমহলে বাস দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও আহতদের এদিন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ডিসেম্বরের শেষ, ঘুরতে যাওয়ার মরশুম। আর সপ্তাহের প্রথম দিন ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বাস।
আরও পড়ুনঃ ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! আটকে পড়লেন সকলে, হাওড়ায় ঝলসে মৃত্যু গোটা পরিবারের
ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বওড়া এলাকায়। বাসের মধ্যে থাকা যাত্রীরা জানাচ্ছেন, পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর এদিন সকালে চন্দ্রকোনা থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কের বওড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে বাসটি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাড়ির দোরগোড়ায় রাতের অন্ধকারে হাজির ‘বন্য অতিথি’! যা করলেন হাওড়ার বাসিন্দা, সত্যিই প্রশংসনীয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি জোরে ইলেকট্রিক খুঁটি ও ট্রান্সমিটারে ধাক্কা মারে। বিকট শব্দে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে পাঠায় ক্ষীরপাই হাসপাতালে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় দশ জনের বেশি আহত হয়েছেন। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ক্রেন দিয়ে বাসটিকে তোলা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে।তবে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি কিংবা ছোট যানবাহন চালানোর পরামর্শ দিয়েছেন পুলিশ কর্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: জঙ্গলমহলে ব্যাক টু ব্যাক বাস দুর্ঘটনা, সপ্তাহের প্রথম দিনই ভয়াবহ দৃশ্য, ভিলেন কি তবে কুয়াশা!
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement