নিরাপত্তা জোরদার করতে জামতারা স্টেশনে নতুন আরপিএফ পোস্ট! থাকছে ৩০-শয্যা বিশিষ্ট ব্যারাকও
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
পরিদর্শনকালে অমিয় নন্দন সিনহা আরপিএফ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অননুমোদিত চেইন টানার ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বাহিনীকে নির্দেশ দেন। আসানসোল রেল ডিভিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারতীয় রেল নানা পদক্ষেপ করছে। সেই আবহেই জামতাড়াতেও নয়া আরপিএফ পোস্ট খোলা হয়েছে।
কলকাতা: নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে জামতারা স্টেশনে একটি নতুন আরপিএফ পোস্ট এবং একটি আধুনিক ৩০-শয্যা বিশিষ্ট আরপিএফ ব্যারাকের উদ্বোধন করেন পূর্ব রেলওয়ের আইজি-কাম-প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার (পিএসসিএস) অমিয় নন্দন সিনহা।
নবনির্মিত আরপিএফ ব্যারাকটি আরপিএফ কর্মীদের জন্য একটি আরামদায়ক ও কার্যকর জীবনযাপনের পরিবেশের কথা ভেবে ডিজাইন করা হয়েছে। এতে আটটি সুসজ্জিত কক্ষ রয়েছে এবং এটি ওয়াশিং মেশিন,ইলেকট্রিক শু শাইনার,আরও (RO) ওয়াটার ফিল্টার এবং অন্য প্রয়োজনীয় সুবিধা-সহ আধুনিক সরঞ্জাম দ্বারা সজ্জিত। একই সঙ্গে জামতারায় নতুন আরপিএফ পোস্টটি চালু করা হয় যা এই এলাকায় বাহিনীর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। পোস্টটিতে পুরুষ ও মহিলা আটককৃতদের জন্য আলাদা হাজতখানা, একটি তদন্ত কক্ষ,একটি স্টোর রুম,একজন পরিদর্শকের কক্ষ এবং একটি ডেডিকেটেড সিসিটিভি মনিটরিং রুম রয়েছে।
advertisement
advertisement
পরিদর্শনকালে অমিয় নন্দন সিনহা আরপিএফ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অননুমোদিত চেইন টানার ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বাহিনীকে নির্দেশ দেন। আসানসোল রেল ডিভিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারতীয় রেল নানা পদক্ষেপ করছে। সেই আবহেই জামতাড়াতেও নয়া আরপিএফ পোস্ট খোলা হয়েছে। আরপিএফ কর্মীদের কল্যাণ এবং যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা। এছাড়া আরও বেশ কয়েকটি স্টেশনেও নজরদারি বাড়ানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 8:37 AM IST








