কালচিনি হ্যামিল্টনগঞ্জের দোকানগুলিতে মোমবাতি, প্রদীপ বিক্রি হচ্ছে বলে জানান বিডিও। শব্দবাজির হদিস সেখানে মেলেনি। এদিকে হাসিমারায় কিছু ব্যবসায়ী বিক্রি করছিলেন শব্দবাজি। সেখানে অভিযান চলে প্রশাসনের পক্ষ থেকে। কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় অভিযান চালিয়ে শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে শব্দবাজি বাজেয়াপ্ত করার সময় হাসিমারা এলাকায় বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাসিমারাতে কোনো নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছেনা বলে জানান ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ বিডিও প্রশান্ত বর্মণের তৎপরতায় রোখা গেল অবৈধ বালি পাচার
তা সত্ত্বেও পুলিশ ছোটো ছোটো ব্যবসায়ীদের উপর জুলুম করেছে বলে অভিযোগ। পুলিশ সুত্রে খবর এদিন অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার টাকা মুল্যের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। কালচিনির বিডিও শুধু দীপাবলি উপলক্ষ্যে বসা দোকানগুলিতে অভিযান চালাচ্ছেন না। বাজারের প্রতিটি দোকানে তল্লাশি চালান তিনি। বাদ পড়েনি সবজি ও ফলের দোকানগুলি।প্রতিটি দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের বোঝান শব্দবাজি ব্যবহারের কুফল সম্পর্কে। গ্রীণ ক্র্যাকার্সের মুল্য বেশি হলেও তা বিক্রি করতে হবে বলে সাফ জানান বিডিও প্রশান্ত বর্মণ।
Annanya Dey