Alipurduar News: বিডিও প্রশান্ত বর্মণের ত‍ৎপরতায় রোখা গেল অবৈধ বালি পাচার

Last Updated:

অবৈধভাবে বালি পাচারের চেষ্টা বিফলে গেল বিডিও-র উপস্থিতিতে। কালচিনির সুপার বিডিও প্রশান্ত বর্মন শনিবার অভিযান চালান কালচিনি ব্লকের বাসরা নদীর ঘাটে। অভিযান চালানোর সময়ে বিডিও দেখতে পান একটি ট্রাক্টর নদী থেকে বালি তুলছে।

+
title=

#আলিপুরদুয়ার : অবৈধভাবে বালি পাচারের চেষ্টা বিফলে গেল বিডিও-র উপস্থিতিতে। কালচিনির সুপার বিডিও প্রশান্ত বর্মন শনিবার অভিযান চালান কালচিনি ব্লকের বাসরা নদীর ঘাটে। অভিযান চালানোর সময়ে বিডিও দেখতে পান একটি ট্রাক্টর নদী থেকে বালি তুলছে। সন্দেহ হতেই ট্রাক্টরটির দিকে দৌড়ে যান বিডিও। এদিকে বিডিও ও তার নিরাপত্তা রক্ষীকে দেখে ভয়ে বালির ট্রলি ফেলেই পালান চালক। বালির গাড়িটি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর চালকের খোঁজ ইতিমধ্যে শুরু হয়েছে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, "কালচিনি ব্লকের বেশিরভাগ নদী বন দফতরের সম্পত্তি। চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন মেনে নেওয়া যাবে না। প্রতিদিন প্রশাসনের তরফে অভিযান চলবে নদীগুলিতে।"
গত মে মাসে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকার কালজানি নদীর বুক থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন রুখে দেয় স্থানীয় জনতা। একইসঙ্গে জেলার নদীগুলি থেকে মানুষের পরিবর্তে আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর তোলা যে কোনও মূল্যে রোখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী। পুলিশ বাহিনী গিয়ে বাজেয়াপ্ত করে একটি আর্থ মুভার।
advertisement
আরও পড়ুনঃ গর্ভবতীর মৃত্যুতে চাঞ্চল্য হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভি‌যোগ!
গত ১৯ মে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার কাছে এই ভাবে বালি-পাথর উত্তোলনের প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ করেছিলেন উত্তর মেন্দাবাড়ির বাসিন্দারা। অভিযোগ, তার পরও দিনেরাতে কালজানি নদীর বুক চিরে কিলোমিটারের পর কিলোমিটার এলাকায় চলছিল আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন। ওই অবৈধ কারবার রুখতে এককাট্টা হন এলাকার মানুষ। তাঁরাই মিলিত প্রতিবাদে এলাকাছাড়া করেন ওই অবৈধ বালি কারবারিদের। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বাজেয়াপ্ত করে একটি আর্থ মুভার।
advertisement
advertisement
 
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বিডিও প্রশান্ত বর্মণের ত‍ৎপরতায় রোখা গেল অবৈধ বালি পাচার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement