শহরের সূচনাপ্রান্তে এমন ঘটনা ঘটতে থাকায় দুশ্চিন্তায় এলাকাবাসীরা। জয়গাঁর এই এলাকায় একপাশে ঝর্না বস্তি ও অন্যপ্রান্তে ভুটান। ঝর্ণাবস্তির গার্ড ওয়াল ভেঙে গিয়ে সড়কের সম্পূর্ণ অংশ ঝোরার জলে বিলীন হয়েছে মঙ্গলবার বিকেলে। বুধবার সকালে এলাকায় যান জেডিএ-র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি জানান, পুরো বিষয়টি জেলাশাসককে জানানো রয়েছে। প্রশাসন বিষয়টিতে নজর রাখছে। জেডিএ-র তরফে যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে।
advertisement
আরও পড়ুনঃ মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়
এলাকাবাসীদের মতে, প্রায় পনেরো দিন ধরে ভুটান পাহাড় থেকে জল এসে ক্ষতিগ্রস্ত করছে এলাকা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সাহায্য বলে অভিযোগ এলাকাবাসীদের। গতকাল রাতে এলাকাবাসীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করতে বাঁশ লাগিয়ে দেন। ঝোরার জল বেড়েছে জেনেও তার পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ বকেয়া বেতনের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ
ভিটেমাটি হারানোর ভয় জাঁকিয়ে বসেছে তাদের মনে। যেদিন থেকে ভাঙন শুরু হয়েছে সেদিন থেকে দুচোখের পাতা রাতে এক করতে পারেননি এলাকার বাসিন্দারা।গতকাল তাদের আশঙ্কা ঠিক হয়।ঝোরার জলে ভাঙনে ভেঙে যায় সম্পূর্ণ রাস্তা। নিজেদের জীবন রক্ষা করতে রাস্তায় এসে দাঁড়ান শতাধিক মানুষ। সকাল থেকে কোনও খাবার মুখে দেননি তারা। চোখেমুখে আতঙ্কের ছাপ, সেই সঙ্গে ভিটেমাটি হারানোর ভয়ে কেঁদে ফেলছেন অনেকে।
Annanya Dey