TRENDING:

Alipurduar News: ঝর্না ঝোরার জলে ভেসে গেল ঝর্না বস্তির রাস্তা! বিপাকে এলাকাবাসী

Last Updated:

ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ঝর্ণা ঝোরার জলে হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গেল এলাকার রাস্তা।ভেঙে পড়ার মুখে এলাকার বাড়িগুলি। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ঝর্ণা ঝোরার জলে হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গেল এলাকার রাস্তা।ভেঙে পড়ার মুখে এলাকার বাড়িগুলি। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।বর্তমানে এলাকাটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।জীবনের ঝুঁকি নিয়ে ঝোরার পাশ দিয়েই চলছে চলাচল। ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু ও প্রয়োজনীয় তথ্য নিয়ে শহরের প্রধান রাস্তায় এসে দাঁড়িয়েছে শতাধিক মানুষ। জয়গাঁ শহর শুরু হয় ঝর্না বস্তি এলাকা থেকে।
advertisement

 

 

শহরের সূচনাপ্রান্তে এমন ঘটনা ঘটতে থাকায় দুশ্চিন্তায় এলাকাবাসীরা। জয়গাঁর এই এলাকায় একপাশে ঝর্না বস্তি অন্যপ্রান্তে ভুটান। ঝর্ণাবস্তির গার্ড ওয়াল ভেঙে গিয়ে সড়কের সম্পূর্ণ অংশ ঝোরার জলে বিলীন হয়েছে মঙ্গলবার বিকেলে। বুধবার সকালে এলাকায় যান জেডিএ- চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি জানান, পুরো বিষয়টি জেলাশাসককে জানানো রয়েছে। প্রশাসন বিষয়টিতে নজর রাখছে। জেডিএ- তরফে যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে।

advertisement

আরও পড়ুনঃ মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

এলাকাবাসীদের মতে, প্রায় পনেরো দিন ধরে ভুটান পাহাড় থেকে জল এসে ক্ষতিগ্রস্ত করছে এলাকা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সাহায্য বলে অভিযোগ এলাকাবাসীদের। গতকাল রাতে এলাকাবাসীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করতে বাঁশ লাগিয়ে দেন। ঝোরার জল বেড়েছে জেনেও তার পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসীরা।

advertisement

আরও পড়ুনঃ বকেয়া বেতনের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

 

 

ভিটেমাটি হারানোর ভয় জাঁকিয়ে বসেছে তাদের মনে। যেদিন থেকে ভাঙন শুরু হয়েছে সেদিন থেকে দুচোখের পাতা রাতে এক করতে পারেননি এলাকার বাসিন্দারা।গতকাল তাদের আশঙ্কা ঠিক হয়।ঝোরার জলে ভাঙনে ভেঙে যায় সম্পূর্ণ রাস্তা। নিজেদের জীবন রক্ষা করতে রাস্তায় এসে দাঁড়ান শতাধিক মানুষ। সকাল থেকে কোনও খাবার মুখে দেননি তারা। চোখেমুখে আতঙ্কের ছাপ, সেই সঙ্গে ভিটেমাটি হারানোর ভয়ে কেঁদে ফেলছেন অনেকে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ঝর্না ঝোরার জলে ভেসে গেল ঝর্না বস্তির রাস্তা! বিপাকে এলাকাবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল