উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে সোমবার দুটি সরকারি বাস পরিষেবা চালু হল। একটি জয়ন্তী চা বাগান থেকে আলিপুরদুয়ার হয়ে ভায়া মালবাজার হয়ে শিলিগুড়ি পৌঁছবে। পুনরায় শিলিগুড়ি থেকে ছেড়ে আলিপুরদুয়ার হয়ে জয়ন্তী চা বাগানে আসবে। অপরটি জয়ন্তী চা বাগান থেকে হাতিপোতা হয়ে আলিপুরদুয়ার যাবে। পুনরায় আলিপুরদুয়ার থেকে ছেড়ে হাতিপোতা হয়ে জয়ন্তী এসে পৌঁছবে।
advertisement
সোমবার জয়ন্তী চা বাগানে আনুষ্ঠানিকভাবে এই দুটি বাস পরিষেবা চালু করে এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বক্সা পাহাড় সংলগ্ন জয়ন্তী এলাকাটি পর্যটনের জন্য বিখ্যাত হলেও। এই এলাকায় এতদিন ছিল না কোনও বাস পরিষেবা।রাজাভাতখাওয়ায় বনদফতরের চেকপোস্টে নেমে অটো ধরে চলত যাতায়াত।দুটি বাস পরিষেবা চালু হওয়ায় এলাকাবাসীদের যেমন উপকার হবে।তেমনই পর্যটকদের সমাগম বাড়বে এলাকায় বলে জানান এনবিএসটিসি চেয়ারম্যান।
Annanya Dey





