TRENDING:

Alipurduar News: জলদাপাড়া ট্যুরিস্ট লজে এবার পৌষ পার্বণের আয়োজন, পিঠে পুলির সঙ্গে থাকছে পায়েসও

Last Updated:

পর্যটকদের জন‍্য পৌষ পার্বণের আয়োজন করা হল মাদারিহাট জলদাপাড়ায়। বেড়াতে এসে পৌষ পার্বণের পিঠেপুলির স্বাদ উপভোগ করলেন পর্যটকেরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: পর্যটকদের জন‍্য পৌষ পার্বণের আয়োজন করা হল মাদারিহাট জলদাপাড়ায়। বেড়াতে এসে পৌষ পার্বণের পিঠেপুলির স্বাদ উপভোগ করলেন পর্যটকেরা।
advertisement

রাজ্য পর্যটন দফতরের মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজে বেড়াতে আসা পর্যটকদের জন্য এই অভিনব আয়োজন করেছে লজের কর্মীরা। রবি ও সোম এই দুদিনের প্রাতঃরাশে পর্যটকদের জন্য থাকছে পাটিসাপটা, দুধপুলি , ভাপা পিঠে এমনকি পায়েসও ৷ প্লেট সাজিয়ে পর্যটকদের সামনে হাজির করছেন কর্মীরা।এক প্লেটে থাকছে দুটো পাটি সাপটা,একটি দুধপুলি ও একটা ভাপা পিঠে , সঙ্গে একবাটি সুস্বাদু পায়েস।

advertisement

আরও পড়ুন: স্কুলে কিচেন গার্ডেন তৈরি করে মিড-ডে মিলের সবজি ফলাচ্ছে ছাত্রছাত্রীরা

শীতের এই সময়ে প্রচুর বাঙালি অবাঙালি পর্যটক জঙ্গলে বেড়াতে আসেন জলদাপাড়ায়। বাইরের জঙ্গলে ভ্রমনের সময় বিশেষ করে বাঙালি পর্যটকরা পিঠে খাওয়ার স্বাদ থেকে অনেকেই বঞ্চিত হন। তাদের এই মনের কথা বুঝতে পেরে পর্যটন দফতরের জলদাপাড়া টুরিস্ট লজ পর্যটকদের জন্য হরেক রকমের পিঠের আয়োজন করেছে।

advertisement

View More

হাতির পিঠে ও জিপসিতে ঘুরে একশৃঙ্খ গণ্ডার ও অন্যান্য বন্যজন্তু দেখতে জঙ্গল সাফারির জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটন দফতরের জলদাপাড়া টুরিস্ট লজে ৩৪ টি রুমেই ঠাসা বুকিং। কোনও ঘর ফাঁকা নেই। হলং বন বাংলোতেও একই পরিস্থিতি । বেসরকারি লজ, রিসর্ট ও হোমস্টেগুলিতেও থিকথিকে ভিড় পর্যটকদের।

আরও পড়ুন: বারাণসীর পুরোহিত এনে তোর্সা পাড়ে 'গঙ্গা আরতি'!

advertisement

জলদাপাড়া টুরিস্ট লজের ম্যানেজার নিরঞ্জন সাহা বলেন , পৌষ পার্বণে বহু পর্যটক জঙ্গলে ঘুরতে আসার কারণে বাড়িতে বসে পিঠে খাওয়ার সুযোগ পান না । বিশেষ করে বাঙালি পর্যটকরা এই স্বাদ থেকে বঞ্চিত থাকেন। পৌষ পার্বণে জলদাপাড়ায় ঘুরতে আসা পর্যটকরা তাঁদের সেই আফসোসের কথা জানিয়েছিলেন। সেজন্য রবি ও সোমবার সকালের প্রাত:রাশে পর্যটকদের হরেক পদের পিঠে খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পিঠের সঙ্গে পায়েসের স্বাদও নিতে পারবেন পর্যটকেরা। সব মিলিয়ে বাড়ির বাইরে জঙ্গলে বেড়াতে এলেও বাঙালি পর্যটকরা জলদাপাড়ায় ওই সরকারি টুরিস্ট লজের পিঠে খাওয়ার স্বাদ পাবেন । শুধু বাঙালি পর্যটকরাই নন , ভিন রাজ্যের অবাঙালী বা বিদেশী পর্যটকদের জন্যও একই ধরনের পিঠের ব্যবস্থা রেখেছে জলদাপাড়া টুরিস্ট লজ কর্তৃপক্ষ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জলদাপাড়া ট্যুরিস্ট লজে এবার পৌষ পার্বণের আয়োজন, পিঠে পুলির সঙ্গে থাকছে পায়েসও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল