Alipurduar News: স্কুলে কিচেন গার্ডেন তৈরি করে মিড-ডে মিলের সবজি ফলাচ্ছে ছাত্রছাত্রীরা

Last Updated:

স্কুলের মিড ডে মিলের রান্নার সবজি কিচেন গার্ডেন তৈরি করে জোগাড় করছে ছাত্র-ছাত্রীরা! এমনই চমকপ্রদ ঘটনা নজরে এল আলিপুরদুয়ারে

+
কিচেন

কিচেন গার্ডেন

আলিপুরদুয়ার: স্কুলে কিচেন গার্ডেন তৈরির মাধ্যমে নিজেদের মিড ডে মিলের উপকরণ নিজেরাই জোগাড় করছে পড়ুয়ারা। এটা কলকাতা বা তার আশেপাশের এলাকার ঘটনা নয়। আলিপুরদুয়ারের প্রত্যন্ত চা বাগান এলাকার শ্রমিক পরিবারের ছেলে মেয়েরাই এমন তাক লাগানো ঘটনা ঘটিয়েছে।
কালচিনির দলসিংপাড়া চা বাগানে সরস্বতী বাংলা প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সেখানকার‌ই ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশুনোর ফাঁকে স্কুলেই শাক-সবজি চাষ করছে। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।
এই কিচেন গার্ডেন ওই কচিকাঁচারা এতটাই ভালোবেসে ফেলেছে যে স্কুলে ক্লাস শুরু হওয়ার অনেকটা আগেই তারা এসে হাজির হয়। আর স্কুল ঢুকেই বাগানে জল দেওয়া, গাছ পরিচর্যা করা হল তাদের প্রথম কাজ। তারপর যে যার মত ক্লাসে গিয়ে পড়াশুনো করে। টিফিনের সময় আবার সকলে মিলে বাগানের পরিচর্যা করে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ডিসেম্বর মাসে স্কুল ছুটি পড়ার আগে এই কিচেন গার্ডেন তৈরি হয়। স্কুল ছুটি থাকার সময়টা ওই ছোট ছোট পড়ুয়ারাই উদ্যোগ নিয়ে বাগানের দেখভালের দায়িত্ব কেয়ারটেকারকে দিয়ে গিয়েছিল। নতুন বছরে তারা স্কুলে এসে দেখে বাগানের গাছগুলো অনেকটাই বড় হয়েছে। আর তা দেখে এই ছোট ছোট বাচ্চাগুলোর সে কী আনন্দ!
advertisement
স্কুলের এই বাগানেই চাষ হচ্ছে রাই শাক, মুলোর মত সবজি। তা দিয়েই তৈরি হচ্ছে মিড ডে মিল। যার স্বাদ নিতে পেরে খুশি পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক সকলেই। এই প্রসঙ্গে স্কুলের এক শিক্ষক বলেন, পড়ুয়ারা বাগানের আবদার করেছিল। তাই আমরা আর না করিনি। এই কাজ ওরা একত্রে করে। এতে ওদের মধ্যে একতার বোধ তৈরি হয়। যা দেখে ভাল লাগে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্কুলে কিচেন গার্ডেন তৈরি করে মিড-ডে মিলের সবজি ফলাচ্ছে ছাত্রছাত্রীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement