জয়গাঁ’র লিঙ্ক রোডের হাল সবচেয়ে খারাপ। অথচ এই লিঙ্ক রোডই ভুটানে যাওয়ার মূল পথ। এই রাস্তাতেই আছে ভুটানের দুটি গেট। একটি গেট দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। রাস্তার পাশেই আছে সুপার মার্কেট, এমজি রোড মার্কেট। এখানে ব্যবসায়ীর সংখ্যা হাজারের উপর। রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হওয়ায় সমস্যায় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, সারা বছর জল জমে থাকছে রাস্তার গর্তে।গাড়ি যাতায়াত করলে সেই জল ছিটকে এসে পড়ছে দোকানের গায়ে। পথচারীরাও নোংরা জলে কার্যত স্নান করে যাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: ‘সোজা কাঁধে এসে বোমাটা পড়ল, লুটিয়ে পড়ল ছেলেটা’, হিংসায় উত্তপ্ত দেগঙ্গা
জয়গাঁ’র ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্তবর্তী রাস্তায় ১০ মিটার পর পর তিনটে বড় গর্ত তৈরি হয়েছে। এর আগে স্থানীয় প্রশাসন জেডিএ-তে জানালে ওই গর্তে বালি ঢেলের সাময়িক পরিস্থিতি সামলানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আবার যেইকে সেই অবস্থা। একটি আন্তর্জাতিক রাস্তার এই হাল সকলের লজ্জা বলে মন্তব্য করছেন এখানকার ব্যবসায়ীরা। তাঁরা দ্রুত প্রশাসনের কাছে এই সমস্যার সুরাহা চেয়েছেন।
অনন্যা দে