প্রায় ৩০০০ ফুট উঁচুতে স্থিত ভুটান পাহাড়ে এই মহাকাল মন্দিরে শিবরাত্রির দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং ভুটান পাহাড় থেকে দর্শনার্থীদের আগমন লক্ষ্য করা যায়। মহাকাল মন্দিরে যেতে হলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে, খরস্রোতা জয়ন্তী নদী হয়ে দুর্গম পাহাড়ে ৩০০০ ফুট উঁচুতে হাটাপথে যেতে। এই প্রত্যন্ত এলাকায় পথ নেই বললেই চলে।
advertisement
আরও পড়ুনঃ আমিশ-নিরামিশ মিলেমিশে একাকার, আপনি কি খেতে ভালবাসেন? তাহলে এই ভিডিও অবশ্যই দেখুন
আরও পড়ুনঃ শকুন বাড়ছে রাজাভাতখাওয়ায়, পরিবেশে ফিরছে ভারসাম্য, কেন এই পাখির মড়ক লাগে জানেন!
প্রতি বছর ভুটান প্রশাসন, আলিপুরদুয়ার জেলা প্রশাসন, আলিপুরদুয়ার জেলা পুলিশ ও বনদফতরের পক্ষ থেকে মহাকাল মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। অস্থায়ী সড়ক, পানীয় জলের ব্যবস্থা ,শৌচালয়ের ব্যবস্থা ও নানান উদ্যোগ নেওয়া হয়। এ বছরও দর্শনার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখতে মহাকাল মন্দির এলাকায় পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডি এফ ডি প্রবীণ কাসওয়ান-সহ প্রশাসনের আধিকারিকরা এ ছাড়া ভুটান প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আগমন হয় এখানে। সেজন্য দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।ভক্তদের যাতে কোনও অসুবিধার মুখে না পড়তে হয়, তা দেখা হচ্ছে।
Annanya Dey