আরও পড়ুন: শাসনে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা
হাইকোর্টের নির্দেশের ফলে কথা থাকলেও আগামী ১ জুন থেকে বর্ধিত বেতন পাচ্ছে না চা শ্রমিকরা। স্বাভাবিক ভাবেই মন ভার ডুয়ার্স, দার্জিলিঙের চা শ্রমিকদের। গত ১৩ এপ্রিল শিলিগুড়ির শ্রমিক ভবনে বৈঠকের পর রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘোষণা করেছিলেন, চা শ্রমিকদের রোজ বা দৈনিক পারিশ্রমিক ১৮ টাকা বৃদ্ধি করা হবে। তা ১ জুন থেকে লাঘু হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী। কিন্তু তিনি ঘোষণা করলেও নিয়মমাফিক চা শ্রমিকদের সঙ্গে বাগান কর্তৃপক্ষের সেই সময় এই নিয়ে চুক্তি হয়নি। আর তার ফলেই আইনের ফাঁক গলে বেতন বৃদ্ধির সুযোগ হারালেন তাঁরা।
advertisement
চা ড়লয় সূত্রে খবর, শ্রমন্ত্রী ঘোষণা করলেও চা শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে চুক্তি না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে পরবর্তীতে কয়েকটি চা বাগান বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা জানায়, এই মুহূর্তে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। শেষ পর্যন্ত চা বাগানের মালিক কর্তৃপক্ষের আবেদন মেনে বেতন বৃদ্ধির বিষয়টির উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এমনিতেই সমস্ত জিনিসপত্রের দাম ব্যাপকভাবে বেড়েছে। এই অবস্থায় বেতন বৃদ্ধি আটকে যাওয়ায় কীভাবে সংসার চালাবেন আর কীভাবে ছেলেমেয়েদের পড়াশোনা করাবেন তা ভেবে পাচ্ছেন না চা শ্রমিকরা।
অনন্যা দে