TRENDING:

Alipurduar News: সরকারি নৌকা থাকলেও পরিষেবা পাচ্ছে না বিষ্ণুপুরের মানুষ

Last Updated:

সরকারি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে খারাপ হয়ে পড়ে থাকায় সমস্যায় পড়েছেন আলিপুরদুয়ারের বিষ্ণুপুরের গ্রামবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সরকারি নৌকা আছে। যদিও তা প্রদর্শনী মাত্র। তার কোন‌ও পরিষেবা পায় না বিষ্ণুপুরের সাধারণ মানুষ। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বেসরকারি নৌকায় করে সঙ্কোষ পার হতে হচ্ছে।
advertisement

আরও পড়ুন: স্থানীয় অর্কিডের বদলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ভোরের আলোয় শোভা পাচ্ছে হাইব্রিড, অভিযোগ ‘অর্কিড ম্যান’-এর

আলিপুরদুয়ারের অসম সীমান্তবর্তী নদী সঙ্কোষ। এই নদী পার হয়ে বারবিশায় আসতে হয় বিষ্ণুপুর গ্রামের বাসিন্দাদের। এই বারবিশায় আছে সরকারি অফিসগুলো। নদী পারাপারের জন‍্য জেলাশাসক একটি নৌকা উপহার দিয়েছিলেন গ্রামবাসীদের। তা একবছর আগের কথা। নৌকাটি মটরচালিত ছিল।ফলে বিনা পয়সায় নদী পারাপারে সুবিধা পাচ্ছিলেন গ্রামবাসীরা। কিন্তু মাস তিনেক আগে যান্ত্রিক ত্রুটির জেরে মোটরচালিত নৌকাটি বিকল হয়ে যায়। থলে বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা।

advertisement

বর্তমানে বিষ্ণুপুরের বাসিন্দারা বাধ্য হয়ে দুটি বেসরকারি নৌকার ভরসায় নদী পার হচ্ছেন। পারাপারে দশ টাকা করে মোট কুড়ি টাকা খরচ হচ্ছে এই গ্রামের মানুষের। এদিকে বিষ্ণুপুরের বেশিরভাগ বাসিন্দাই হতদরিদ্র। প্রতিদিন কুড়ি টাকা খরচ করে নদী পেরিয়ে বারবিশায় যাওয়া তাঁদের পক্ষে কঠিন বিষয়। ফলে সংসার খরচ সামলাতে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা চান দ্রুত সরকারি নৌকাটি সারিয়ে সেটি আবার চালু করা হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সরকারি নৌকা থাকলেও পরিষেবা পাচ্ছে না বিষ্ণুপুরের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল