Jalpaiguri News: স্থানীয় অর্কিডের বদলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ভোরের আলোয় শোভা পাচ্ছে হাইব্রিড, অভিযোগ 'অর্কিড ম্যান'-এর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ভোরের আলোয় স্থানীয় অর্কিড বাদ দিয়ে হাইব্রিড অর্কিড রাখা হয়েছে বলে অভিযোগ
জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গল থেকে অর্কিড আবিষ্কার করে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। যিনি এতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সেই তপন কাঠাম-ই ব্রাত্য জলপাইগুড়ির গাজলডোবায় মুখ্যমন্ত্রীর সাধের ‘ভোরের আলোয়’। হাইব্রিড অর্কিড দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে পর্যটকদের, এমনটাই অভিযোগ তাঁর।
কাজ শুরু করেছিলেন সেই ষাটের দশকে। নিজের জানার অপরিসমিক ইচ্ছে থেকেই আজও জঙ্গলেই বসবাস তপন কাঠামের। তবে থেমে নেই গবেষণা। ক্রমাগত চলে নতুনের খোঁজ। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের আপালচাঁদ বনাঞ্চলের অধীন কাঠামবাড়ি নামের একটি ছোট্ট জনপদ। সামান্য দূরেই বয়ে চলেছে তিস্তা নদী। সেখানেই তৈরি হয়েছে ভোরের আলো পর্যটন কেন্দ্র। সেই কাঠাম বাড়িতেই বসবাস উত্তর পূর্ব ভারত তথা দেশ বিদেশে বসবাসকারী অর্কিড প্রেমীদের কাছের মানুষ তপন কাঠামের।
advertisement
advertisement
দীর্ঘ সময় বন বিভাগের হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চল, ব্যাঘ্র প্রকল্পের ভেতরে অর্কিড সার্ভের কাজ করেছে তপনবাবু। জঙ্গল ঘেরা গ্রামের বাড়ির গাছে আজও সযত্নে লালন পালন করেছেন ২২৫ বছর পর আবিষ্কৃত অ্যকম্পে পাপিলসা জাতীয় দুর্লভ অর্কিড। এই প্রসঙ্গে তপনবাবু জানান, নাগরাকাটায় রাস্তার পাশে পড়ে থাকা একটি গাছের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন সেই অর্কিড। তবে তাঁর অভিযোগ গজলডোবায় তিস্তা ব্যারাজ সংলগ্ন এলাকায় গড়ে তোলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘ভোরের আলো’-এর অর্কিড এনক্লেভে উত্তরবঙ্গের স্থানীয় কোনও অর্কিড নেই। ভোরের আলোর অর্কিডগুলো মূলত হাইব্রিড অর্কিড বলে জানিয়েছে তপন কাঠাম। তাঁর কথা শুনে হতাশ ভোরের আলোয় আসা পর্যটকরা।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 8:48 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: স্থানীয় অর্কিডের বদলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ভোরের আলোয় শোভা পাচ্ছে হাইব্রিড, অভিযোগ 'অর্কিড ম্যান'-এর