TRENDING:

Alipurduar News: কালচিনিতে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

আগুনে ভস্মীভূত হল অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বাড়ি।কালচিনি ব্লকের মেচপাড়ার ঘটনায় চাঞ্চল্য। শনিবার দুপুরে হঠাৎই কালচিনি ব্লকের মেচপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মী গোপাল সুব্বার বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : আগুনে ভস্মীভূত হল অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বাড়ি।কালচিনি ব্লকের মেচপাড়ার ঘটনায় চাঞ্চল্য। শনিবার দুপুরে হঠাৎই কালচিনি ব্লকের মেচপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মী গোপাল সুব্বার বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশিরা। এরপর তারাই গোপাল সুব্বাকে জানান অগ্নিকান্ডের বিষয়ে। প্রথমে গোপাল সুব্বা ভেবেছিলেন হয়ত তার বাড়ির পেছনে আগুন লেগেছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখেন আগুন গ্রাস করেছে তার বাড়ির উপরের তলটিকে।খবর দেওয়া হয় হাসিমারা দমকল কেন্দ্রে।
advertisement

ঘটনাস্থলে হাসিমারা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে পৌছায়। যদিও তা পৌঁছতে অনেক দেরি হয় বলে এলাকাবাসীদের তরফে জানা যায়। এই অবস্থায় দমকলের ভরসা না করে এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোপাল সুব্বার অনুমান শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান! নর্দমা পরিস্কারের কাজ চলছে আলিপুরদুয়ারে

advertisement

উপরে তাদের পুজোর ঘর রয়েছে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ।অগ্নিকান্ডের কারণে তার অনেক ক্ষতি হল। তার পেনশন বুক,এটিএম কার্ড পুড়ে গিয়েছে।এগুলি কবে ফের নতুনভাবে তৈরি করবেন তিনি তা বুঝে উঠতে পারছেন না। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীরাও স্বস্তি পেয়েছেন আগুন নিয়ন্ত্রণে আসার পর।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Annanya Dey

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কালচিনিতে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল