TRENDING:

Alipurduar News: হাতির ভয়ে পাকার আগেই ধান কেটে নিচ্ছেন সাঁতালি এলাকার কৃষকরা

Last Updated:

সবে মাত্র পাকতে শুরু করেছে ধান।সবার আগে সে খবর পৌঁছেছে তেনাদার কাছে।রাত হলেই দলবল নিয়ে ধান ক্ষেতে হানা দিচ্ছে হাতির দল।ভয়ে সাঁতালি এলাকার মানুষেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: সবে মাত্র পাকতে শুরু করেছে ধান।সবার আগে সে খবর পৌঁছেছে তেনাদার কাছে।রাত হলেই দলবল নিয়ে ধান ক্ষেতে হানা দিচ্ছে হাতির দল।ভয়ে সাঁতালি এলাকার মানুষেরা। শীত শুরুর আগে সাঁতালি এলাকায় গেলেই দেখতে পাওয়া যায় সোনালী ক্ষেত।ধান গাছে রঙ ধরতেই এলাকাটি আরও মোহময়ী হয়ে ওঠে।
advertisement

নবান্নের দিন নতুন চাল দিয়ে পুজো সেড়ে তা বছরভরের জন্য রেখে দেন কৃষক পরিবারের প্রতিটি সদস্য।সারা বছরের চাল মজুত রেখে বাকিটা বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেন তারা। এবারে ধান কতটুকু বাঁচাতে পারবেন তা বুঝে উঠতে পারছেন না কৃষক পরিবারের সদস্যরা।ধান পাকতে না পাকতেই হানা দিয়েছে হাতির দল।প্রায় রোজ রাতে দলবেঁধে আসছে হাতিগুলি।এই ক'দিনে প্রায় দুই বিঘা জমির ধান মাড়িয়ে নষ্ট করেছে হাতিগুলি।

advertisement

ভয়ে ধানগাছ উঠিয়ে নিচ্ছেন কৃষকেরা।যদিও এই কাজ করে তাদের আখেরে কোনও লাভ হবে না তাদের বলে জানা যায়।কিন্তু কাঁচাপাকা ধান থেকে যতটুকু রক্ষা করতে পারবেন অতটুকুই তাদের লাভ বলে কৃষকরা জানিয়েছেন।এলাকায় সকলেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।ত্রিশ জন কৃষক এলাকার পঁচিশ বিঘা জমিতে চাষ করেছিলেন।এরমধ্যে দুই বিঘা জমির ধান বাঁচাতে পারেননি তারা। এখন বাকি তেইশ বিঘা জমির ধান তুলছেন তারা।জানা যায়,এর আগে এমন হাতির হানা হয়নি।এবছরেই হাতির হানা বেশি হচ্ছে।হাতিগুলি বক্সার জঙ্গল থেকে বেরিয়ে সংলগ্ন মধু এলাকার জঙ্গলে বেশি থাকছে বলে বন দফতর সূত্রে খবর।হাতিগুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে বন দফতরের তরফে বলে জানা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির ভয়ে পাকার আগেই ধান কেটে নিচ্ছেন সাঁতালি এলাকার কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল