গ্রাম পঞ্চায়েতের আমল থেকেই এই রাস্তাটির বেহাল দশা। গ্রাম পঞ্চায়েত থাকাকালীন বেড মেটেরিয়াল ফেলা হয়েছিল কিন্তু পুরসভা হবার পর সেটুকুও কপালে জোটেনি। কারণ পুরসভায় বেড মেটেরিয়াল ফেলার কোনও অপশনই নেই বলে জানান এলাকার কাউন্সিলর।
আরও পড়ুন ঃ বৃহন্নলা সেজে ট্রেনে উঠে কুকীর্তি, টাকা আদায়, ভোগান্তি এড়াতে বড় ঘোষণা উত্তর-পূর্ব রেলের
advertisement
পুরসভা হবার পর এলাকাবাসীরা আশা করেছিল যে এবার হয়ত চলাচলের রাস্তাটি নির্মাণ হবে। কিন্তু দেড় বছর হয়ে যাবার পরেও পুর কর্তৃপক্ষের ব্যর্থতায় হতাশ এলাকাবাসী। সেই ক্ষোভ ধরা পড়েছে তাদের গলায়। ছাত্র রজত লাহা বলে, প্রচন্ড জল ও কাদা হয়ে যাওয়ায় স্কুল যেতে অসুবিধা হয়। এতটাই পিচ্ছিল রাস্তা দিয়ে স্কুল যেতে মাঝে মাঝে দু একদিন রাস্তার উপর পড়ে গিয়ে আর স্কুল যাওয়া হয়নি। আমরা দাবি রাখছি এই রাস্তাটি দ্রুত তৈরি করার।
ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী মিশ্র চক্রবর্তী বলেন, রাস্তাটি পুরসভার ইঞ্জিনিয়ার নিয়ে মাপকরে আসা হয়েছে। কিন্তু টেন্ডার না হওয়ার জন্যই কাজ করান যাচ্ছে না।
অনন্যা দে