আরও পড়ুন: শ্রাবণেও বৃষ্টির দেখা নেই! পাট পচাতে চরম সমস্যায় কৃষকরা
সুরজ একাদশ শ্রেণিতে পড়ে আর গীতা দশম শ্রেণির ছাত্রী। আলিপুরদুয়ারের এই দুই পড়ুয়া স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শামুকতলার কাছে যশোডাঙা বাস স্ট্যান্ডের পাথর মিল সংলগ্ন এক হোটেলের পাশে দেখতে পান রাজ্য সড়কের উপর প্রচুর পরিমাণে টাকা পড়ে আছে। প্রথমে তারা কাগজের টাকা ভাবলেও পরে হাত দিয়ে দেখে সেগুলো আসল নোট। সঙ্গে সঙ্গে সুরজ ও গীতা রাস্তা থেকে টাকাগুলো কুড়িয়ে পাশের হোটেল মালিককে গোটা বিষয়টি জানা। তিনি খবর দেন শামুকতলা থানায়। ওসি অভিষেক ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ এসে টাকা সহ ওই পড়ুয়াদের আপ্যায়ন করে থানায় নিয়ে যায়।
advertisement
নিয়ম মেনে পুলিশ সেই টাকা জমা করে। সততার জন্য ওই দুই পড়ুয়াকে কুর্নিশ জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে এর আগেও তারা রাস্তার পাশ থেকে আধার কার্ড, ভোটার কার্ড পেয়েছিল। সেগুলিও তারা থানায় গিয়ে জমা করে আসে। পঞ্চম শ্রেণি থেকেই এই কাজ করে আসছে তারা।
অনন্যা দে