TRENDING:

Alipurduar News: খাবারের সন্ধানে এসে চা শ্রমিকের বাড়ি গুঁড়িয়ে দিল হাতি!

Last Updated:

খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির দল ভেঙে গুঁড়িয়ে দিল চা শ্রমিকের বাড়ি! আলিপুরদুয়ারের ফুলজেন টেটে এখন পরিবার নিয়ে পথে এসে বসেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: জঙ্গল থেকে বেরিয়ে এসে বুনো হাতি ভেঙে গুঁড়িয়ে দিল চা শ্রমিকের ঘর। ফুলজেন টেটে ও তাঁর পরিবার কোনরকমে প্রাণে বাঁচলেও এই ঘোর বর্ষায় আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই বৃষ্টির মধ্যে তাঁর পরিবার এখন কোথায় থাকবে সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চা শ্রমিক মহল্লায়।
advertisement

আরও পড়ুন: ভুয়ো আর্থিক সংস্থার নামে রাজ্যে ফের বড় কেলেঙ্কারি! বেশি লাভের লোভ দেখিয়ে আমজনতাকে ১৫০ কোটির প্রতারণা…

ফুলজেন টেটে আলিপুরদুয়ারের রাধা-রানি চা বাগানে কাজ করেন। সেখানকার শ্রমিক বস্তিতেই পরিবার নিয়ে থাকেন। সূত্রের খবর, রবিবার গভীর রাতে বক্সার জঙ্গল থেকে একটি বুনো হাতির দল খাবারের সন্ধানে রাধারানি চা বাগানে প্রবেশ করে। তারা আক্রমণাত্মক হয়ে ফুলজেন টেটের ঘর গুঁড়িয়ে দেয়। পাশের আরেকটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির হামলায় ফুলজেন টেটের সব আসবাবপত্র পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কোনও কিছুই রক্ষা করা সম্ভব ছিল না। কারণ সে ক্ষেত্রে প্রাণ সংশয় হতে পারত।

advertisement

View More

ফুলজেন টেটে জানান, বুনো হাতি তাঁর ঘরের পাকা দেওয়াল চোখের সামনে ভেঙে দেয়। ঘরে ভিতরের সব আসবাবপত্র সব ভাঙে। এমনকি ঘরে রাখা রেশনের চাল ও আটাও খেয়ে নিয়েছে হাতি। এমন বিপর্যয়ের সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কেউ তাঁদের খোঁজ নেননি বলে ওই চা শ্রমিকের অভিযোগ। এমনকি নিয়ম থাকলেও এই বিষয়ে বন দ ফতর কোন‌ও সাহায্য করছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে পরিবার নিয়ে ওই চা শ্রমিক কোথায় যাবেন তার উত্তর অজানা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: খাবারের সন্ধানে এসে চা শ্রমিকের বাড়ি গুঁড়িয়ে দিল হাতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল