ফুলজেন টেটে আলিপুরদুয়ারের রাধা-রানি চা বাগানে কাজ করেন। সেখানকার শ্রমিক বস্তিতেই পরিবার নিয়ে থাকেন। সূত্রের খবর, রবিবার গভীর রাতে বক্সার জঙ্গল থেকে একটি বুনো হাতির দল খাবারের সন্ধানে রাধারানি চা বাগানে প্রবেশ করে। তারা আক্রমণাত্মক হয়ে ফুলজেন টেটের ঘর গুঁড়িয়ে দেয়। পাশের আরেকটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির হামলায় ফুলজেন টেটের সব আসবাবপত্র পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কোনও কিছুই রক্ষা করা সম্ভব ছিল না। কারণ সে ক্ষেত্রে প্রাণ সংশয় হতে পারত।
advertisement
ফুলজেন টেটে জানান, বুনো হাতি তাঁর ঘরের পাকা দেওয়াল চোখের সামনে ভেঙে দেয়। ঘরে ভিতরের সব আসবাবপত্র সব ভাঙে। এমনকি ঘরে রাখা রেশনের চাল ও আটাও খেয়ে নিয়েছে হাতি। এমন বিপর্যয়ের সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কেউ তাঁদের খোঁজ নেননি বলে ওই চা শ্রমিকের অভিযোগ। এমনকি নিয়ম থাকলেও এই বিষয়ে বন দ ফতর কোনও সাহায্য করছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে পরিবার নিয়ে ওই চা শ্রমিক কোথায় যাবেন তার উত্তর অজানা।
অনন্যা দে