আরও পড়ুন: এই মন্দিরের প্রসাদ খেলেই সেরে যায় সব রোগ! বিশ্বাসের জোরে ২০০ বছর ধরে ভিড় হচ্ছে এই মন্দিরে
এদিন সংকোষ থেকে ফের হাতির দেহাংশ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ ও বনদফতর। হাতির কাটা মাথা উদ্ধারের চারদিনের মাথায় হাতির একটা কাটা পা পাওয়া গেল। বন দফতরের অনুমান, আগের হাতির দেহাংশই হবে এটি। গত শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলার অসম সীমানার কাছে সংকোষ নদীতে একটি পূর্ণবয়স্ক হাতির কাটা মাথা ভেসে আসে। তার চার দিনের মাথায় এবার ওই একই নদীতে ভেসে এল হাতির কাটা পা।
advertisement
সোমবার রাতে সংকোষ থেকে হাতির এই কাটা পা উদ্ধার হয়েছে। শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পূর্ব শালবাড়ির সংকোষ নদী থেকে হাতির কাটা মাথা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। নদীতে হাতির কাটা মাথা ভেসে থাকতে প্রথম দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভল্কা রেঞ্জের বনকর্মীদের খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির কাটা মাথাটি উদ্ধার করে। এবার কাটা পা উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে এই কাটা পায়ের ময়নাতদন্ত করা হবে। এলাকাজুড়ে লাগু হয়েছে রেড অ্যালার্ট।
অনন্যা দে






