গোপালবাহাদুর এলাকার বাসিন্দারা জানান, প্রায় তিনবছর আগে বনদফতরের পক্ষ থেকে হাতির হানা রুখতে গ্রামের চারপাশ ঘিরে দেওয়া হয়েছিল ব্যাটারি চালিত ফেন্সিং দিয়ে। প্রায় আটমাস থেকে ফেন্সিংগুলি ছিঁড়ে পড়ে রয়েছে। এ বিষয়ে বনদফতরে জানাতে গেলে বারবার শুধু জানান হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। শীঘ্রই ফেন্সিং ঠিক করা হবে। তারপর আর ঠিক হয়নি ফেন্সিং।
advertisement
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক ঢুকে পড়ল ধাবায়! ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু
এদিকে হাতির হানার ঘটনা বেড়েই চলেছে এলাকায়। এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি জানালেও তা বিশেষ কানে তোলেন না বনদফতর। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় গাড়ির অভাবে এলাকায় টহল দেওয়া যায় না। এদিকে দিন প্রতিদিন হাতির উপদ্রব বেড়ে চলায় অতিষ্ঠ এলাকাবাসীরা। এলাকায় কখন কার প্রাণ চলে যাবে,তা বুঝে উঠতে পারছেন না তারা।
আরও পড়ুনঃ ঝর্না ঝোরার জল বেড়ে যাওয়ায় ঘুম উড়েছে জয়গাঁবাসীর!
ছিঁড়ে পড়ে থাকা ফেন্সিং এর তারগুলি নিজেরা উঠিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা করেন তারা। যদিও তাতে কোনও লাভ হবে না বলে মনে করেন তারা। তবুও শেষ চেষ্টা চালিয়ে যান তারা। অনেকে আবার রেশন সামগ্রী নিয়ে আসা ছেড়ে দিয়েছেন। কারণ রেশন সামগ্রীর টানেও ছুটে আসে হাতিগুলি। তা সাবাড় করে দিয়ে যায়।
Annanya Dey