আরও পড়ুন: পুজোর আনন্দ থেকে বঞ্চিত গোটা গ্রাম, কারণ জানলে বিস্মিত হবেন
আলিপুরদুয়ার শহরের অন্যতম বিগ বাজেট দুর্গাপুজো এই লোহারপুল ইউনিটের পুজো। এটি এবার ৭২ তম বর্ষে পা রাখল। প্রতিবছরই এই পুজোর উদ্যোক্তারা নানান রকম থিমের আদলে মণ্ডপ সাজিয়ে সকলকে চমকে দেন। এবারের লালকেল্লা থিম নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট আলোচনা হচ্ছে। উদ্যোক্তাদের আশা ডুয়ার্সের বহু মানুষ তাঁদের মণ্ডপ দেখতে হাজির হবেন।
advertisement
পুজো উদ্যোক্তাদের পক্ষে দিবাকর পাল জানান, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী তুলে ধরতে এই থিম বেছে নেওয়া হয়েছে। লেজার শো-এর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের মুখ ফুটিয়ে তোলার ভাবনা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। রাতের অন্ধকার নামলে এই মণ্ডপের শোভা কয়েকগুণ বেড়ে যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
অনন্যা দে