TRENDING:

Alipurduar News: কাঁচের মণ্ডপে খেলে বেড়াবে রামধনু!

Last Updated:

ফালাকাটা ক্লাবের পুজো এই বছর ৪৭ তম বর্ষে পদার্পণ করছে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা তাঁর শিল্পভাবনা ফুটিয়ে তুলছেন মণ্ডপজুড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: এ যেন কাঁচের মণ্ডপে রামধনুর খেলা! ফালাকাটার কলেজপাড়ায় ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। পুজোর দিনগুলোয় তার মধ্যে খেলে বেড়াবে নানান রঙিন আলো। ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর থিম শরতের রামধনু।
advertisement

আরও পড়ুন: লক্ষ্মীর ভাঁড় তৈরি করে লক্ষ্মীলাভের আশায় ওঁরা

ফালাকাটা ক্লাবের পুজো এই বছর ৪৭ তম বর্ষে পদার্পণ করছে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা তাঁর শিল্পভাবনা ফুটিয়ে তুলছেন মণ্ডপজুড়ে।প্রতিবার ফালাকাটার এই ক্লাব নিত‍্যনতুন থিম উপহার দেয় শহরবাসীকে। এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই ক্লাবের পুজো দেখতে।গতবারও শিল্পী গৌরাঙ্গ কুইল্লা ফালাকাটার এই পুজোটিকে নতুন রূপ দিয়েছিলেন। এবারেও সেই কারণে ক্লাব কর্তৃপক্ষ তাঁর উপরই দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছেন।

advertisement

View More

ফাইবারের গ্লাস ও চুড়ি দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে।পাশাপাশি রঙিন কাপড়ের ব‍্যবহার করা হয়েছে। এই থিমের নাম দেওয়া হয়েছে শরতের রামধনু।শরৎকালের আগমনে আনন্দ ছড়িয়ে পড়ে প্রকৃতিতে। রঙিন হয়ে ওঠে চারপাশ। সেই ভাবনাকেই ফুটিয়ে তোলা হবে মণ্ডপজুড়ে। থিমের সঙ্গে সামঞ্জস‍্য রেখেও প্রতিমা তৈরি করা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে প্রহ্লাদ দাস জানান, দর্শনার্থীরা প্রবেশ করলেই কাঁচের নানান কাজ দেখতে পাবেন এই মণ্ডপে। পাশাপাশি নানান রঙের আলো খেলবে মণ্ডপজুড়ে। এবারেও তাঁদের পুজো জেলার সেরা হবে বলে আত্মবিশ্বাস ঝরে পড়ে গলা থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাঁচের মণ্ডপে খেলে বেড়াবে রামধনু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল