Coochbehar News: লক্ষ্মীর ভাঁড় তৈরি করে লক্ষ্মীলাভের আশায় ওঁরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
মৃৎশিল্পীরা জীবিকা নির্বাহের জন্য লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করছেন। পুজোর আগে বেড়েছে চাহিদা
কোচবিহার: মাটির তৈরি টাকা জমানোর ভাঁড় বাঙালির কাছে লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভাঁড় নামে পরিচিত। একটা সময় এই ভাঁড় বেশিরভাগ বাড়িতেই দেখতে পাওয়া যেত। মূলত লক্ষ্মীর আসনের পাশের এই ভাঁড় বসানো থাকত। আর এতে টাকা ভরা হতো সঞ্চয়ের উদ্দ্যেশ্যে। তবে বর্তমানে এই ভাঁড় খুব একটা আর চোখে পড়ে না। তবে আজও বিভিন্ন পুজোর আগে এই ভাঁড় বিক্রি হয়ে থাকে কোচবিহারের বিভিন্ন গ্রাম্য এলাকায়। সেইজন্য এই ভাঁড় তৈরি করে আজও সংসার প্রতিপালন করে থাকেন বহু মানুষ।
কোচবিহারের মারুগঞ্জ এলাকার বেশ কিছু মৃৎশিল্পী লক্ষ্মীর ভাঁড় তৈরি করেন। বর্তমানে এই ভাঁড়ের চাহিদা নতুন করে বেড়েছে, ফলে বেড়েছে বিক্রি। এমনই এক লক্ষ্মীর ভাঁড় নির্মাণ শিল্পী নীলিমা পাল জানান, দীর্ঘ সময় ধরে তাঁরা এই কাজের সঙ্গে যুক্ত। তবে আগে তিনি এই কাজ জানতেন না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে তিনি এই কাজ শিখেছেন। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি এই ভাঁড় তৈরি করে আসছেন।
advertisement
advertisement
লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী ভাঁড়ের চাহিদা সবচেয়ে বেশি থাকে। ফলে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে উঠেছে। কারণ সামনে দুর্গাপুজো হলেও দশমী মেটার চারদিন পরই হবে লক্ষ্মী পুজো। ফলে এইটা সময়ে দিনরাত এক করে কাজ করছেন এখানকার মৃৎশিল্পীরা।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 7:05 PM IST