North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে লরি-অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই শেষ তরুণ অটোচালক! হাসপাতালে ৪ যাত্রী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
মর্মান্তিক দুর্ঘটনা হিঙ্গলগঞ্জে! মালবোঝাই লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল অটোচালকের, গুরুতর জখম ৪ যাত্রী
উত্তর ২৪ পরগনা: মালবোঝাই লরি ও যাত্রী বোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষ হিঙ্গলগঞ্জে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়। অটোয় থাকা চার যাত্রী গুরুতর জখম হন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: শিল্পী দম্পতির হাতে সেজে উঠছে এই মণ্ডপ
এই দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ ও লেবুখালি রোডের উপর। দুলদুলি পঞ্চায়েতের কেতারচক পোলের কাছে একটি মালবোঝাই লরি ও যাত্রী বোঝাই অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, অটোতে করে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিজনরা। লেবুখালির দিক থেকে হাসনাবাদের দিকে যাচ্ছিল এই অটোটি। উল্টো দিক থেকে আসছিল মালবাহী লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালক মনিরুল গাজির (২৮)। তাঁর বাড়ি বাদামতলা এলাকায়। অটোয় থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন, তার মধ্যে একটি শিশু’ও আছে।
advertisement
advertisement
লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয়রা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় লরিটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও লরি চালক পলাতক। এই ঘটনর পর এলাকায় যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 6:32 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে লরি-অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই শেষ তরুণ অটোচালক! হাসপাতালে ৪ যাত্রী