কারণ এলাকায় ছড়িয়ে পড়েছিল ডেঙ্গু। যদিও এখনও অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত এই শহরে। যাদের চিকিৎসা চলছে। এই অবস্থায় আলিপুরদুয়ার শহরের বাসিন্দারা খুব করে আবেদন জানিয়েছিলেন পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশের। আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে জঞ্জাল অপসারণের কাজ শুরু হয়েছে সম্প্রতি। নালা, নর্দমায় এত নোংরা জমেছিল। যার জন্য পুরসভার পক্ষ থেকে জেসিবি আনা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফের দুর্নীতির অভিযোগ! পরীক্ষা না দিয়েও আশাকর্মীর চাকরি এক মহিলার!
জঞ্জাল পরিস্কার করতে পুরসভার এই উদ্যোগ দেখে এলাকাবাসীরা অনেকেই বলেছেন, "দেরিতে হলেও পরিস্কার হচ্ছে নালা। এই অনেক।" আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, "শহরের প্রতিটি নালা পরিস্কার হবে।মশার উপদ্রব কমাতে নালায় স্প্রে সহ মশা দমনের তেল দেওয়া হবে।শহরবাসীদের সুরক্ষিত রাখতে পুরসভা বদ্ধপরিকর।" যদিও দীর্ঘ সময় পর নালা পরিস্কারের প্রসঙ্গ আসতেই পুরসভার চেয়ারম্যান জানান,নালা এর আগেও পরিস্কার হয়েছে।এটি একটি রুটিন ডিউটি। যেসব নর্দমায় বেশি জঞ্জাল জমেছিল সেগুলির ক্ষেত্রে জেসিবি এনে পরিস্কার করা হচ্ছে।
Annanya Dey





