TRENDING:

Alipurduar News: প্রতীক্ষার অবসান! নর্দমা পরিস্কারের কাজ চলছে আলিপুরদুয়ারে

Last Updated:

বহু প্রতীক্ষার পর আলিপুরদুয়ারে শুরু হল নালা পরিস্কারের কাজ। যা দেখে একটু হলেও খুশি আলিপুরদুয়ারবাসী। দুর্গাপুজোর পর থেকে আলিপুরদুয়ার শহরে নালা, নর্দমা পরিস্কারের কাজ কোথাও একটা থমকে গিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বহু প্রতীক্ষার পর আলিপুরদুয়ারে শুরু হল নালা পরিস্কারের কাজ। যা দেখে একটু হলেও খুশি আলিপুরদুয়ারবাসী। দুর্গাপুজোর পর থেকে আলিপুরদুয়ার শহরে নালা, নর্দমা পরিস্কারের কাজ কোথাও একটা থমকে গিয়েছিল। এদিকে দিন প্রতিদিন নোংরা আবর্জনায় ভরে উঠছিল শহর। রাস্তা দিয়ে চলাচল করতে হলে নাকে রুমাল চাপা দিয়ে চলতে হত শহরবাসীকে। দিনের বেলা দুর্গন্ধ আর সন্ধ্যে বেলায় মশার উপদ্রব বেড়েই চলছিল। বিকেল হলেই বাড়ির জানলা,দরজা বন্ধ করে দিতেন শহরবাসী। রাতে কোনও কাজে বাইরে বেরতে হলে ভয়েই থাকতেন বাসিন্দারা।
advertisement

কারণ এলাকায় ছড়িয়ে পড়েছিল ডেঙ্গু। যদিও এখনও অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত এই শহরে। যাদের চিকিৎসা চলছে। এই অবস্থায় আলিপুরদুয়ার শহরের বাসিন্দারা খুব করে আবেদন জানিয়েছিলেন পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশের। আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে জঞ্জাল অপসারণের কাজ শুরু হয়েছে সম্প্রতি। নালা, নর্দমায় এত নোংরা জমেছিল। যার জন্য পুরসভার পক্ষ থেকে জেসিবি আনা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ফের দুর্নীতির অভিযোগ! পরীক্ষা না দিয়েও আশাকর্মীর চাকরি এক মহিলার!

জঞ্জাল পরিস্কার করতে পুরসভার এই উদ্যোগ দেখে এলাকাবাসীরা অনেকেই বলেছেন, "দেরিতে হলেও পরিস্কার হচ্ছে নালা। এই অনেক।" আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, "শহরের প্রতিটি নালা পরিস্কার হবে।মশার উপদ্রব কমাতে নালায় স্প্রে সহ মশা দমনের তেল দেওয়া হবে।শহরবাসীদের সুরক্ষিত রাখতে পুরসভা বদ্ধপরিকর।" যদিও দীর্ঘ সময় পর নালা পরিস্কারের প্রসঙ্গ আসতেই পুরসভার চেয়ারম্যান জানান,নালা এর আগেও পরিস্কার হয়েছে।এটি একটি রুটিন ডিউটি। যেসব নর্দমায় বেশি জঞ্জাল জমেছিল সেগুলির ক্ষেত্রে জেসিবি এনে পরিস্কার করা হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তুলাইপাঞ্জি, চিনি আতপ! একবছরে দাম প্রায় দ্বিগুন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রতীক্ষার অবসান! নর্দমা পরিস্কারের কাজ চলছে আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল