ফলের বিক্রি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় আলিপুরদুয়ারের ফল ব্যবসায়ীরা ডালিম, আঙুর, খেজুর বেশি করে দোকানে রাখতে শুরু করেছেন। ব্যবসা ভালো চলায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ীরা। আসলে পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ সারাদিন না খেয়ে রোজা পালন করেন। সন্ধেয় নির্দিষ্ট সময় রোজা ভেঙে ইফতার করেন। এই ইফতারের মেনু হিসেবে নানান রকম ফল থাকে। ব্যবসায়ীদের অনুমান সেই কারণেই তাঁদের ফলের চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। তবে পাল্লা দিয়ে দামও বেড়েছে ফলের।
advertisement
আরও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ড খতড়ায়, শনিবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণ এল না আগুন
আলিপুরদুয়ার শহরে ফলের বাজার দর- এক ডজন কলা ৭০ টাকা। দিন সাতেক আগেও কেজি প্রতি আপেলের দাম ছিল ১০০-১৫০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ২০০-২৫০ টাকা। কদিন আগেও কেজি প্রতি শশার দাম ছিল ৪০-৫০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে।
তবে ফলের দাম অনেকটাই বাড়লেও ধর্মীয় অনুশাসন মেনে রোজা ভাঙার জন্য ইসলাম সম্প্রদায়ের মানুষ ফল কিনছেন। তাই সকাল এবং বিকেলে জেলার বাজারগুলিতে ফলের দোকানে যথেষ্ট ভিড় চোখে পড়ছে। এই প্রসঙ্গে ফালাকাটা বাজারের ফল ব্যাবসায়ী গৌরাঙ্গ সাহা বলেন, রমজানের এক মাস ভালোই ব্যবসা হয়। এই সময় ফলের দাম কিছুটা বেড়ে যায়। এই বছর আঙুর, আপেল, কলা, ডালিম, খেজুরের চাহিদা বেশি।
অনন্যা দে