আরও পড়ুন: কঠিন ও তরল বর্জ্য পৃথকীকরণ শুরু কাকদ্বীপে
ফালাকাটা স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে মুজনাই নদীতে শুরু হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা।উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১৬ টি দল নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই নিয়ে দু’বার নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োছিত হল। এবারের প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ থাকছে মহিলা নৌকা বাইচ প্রতিযোগী দল। গ্রামবাংলা থেকে নদী যাতে হারিয়ে না যায় তা সবসময় চাইছেন এই সংগঠনের সদস্যরা। নদী বন্দনার আয়োজন এই প্রতিযোগিতার পাশাপাশি করা হয়।
advertisement
কে কার আগে নৌকা নিয়ে যেতে পারে এই দৃশ্য দেখতে মুজনাই নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ফালাকাটা স্পোর্টস অ্যাকাডেমির সম্পাদক প্রবীর রায় চৌধুরী বলেন, গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া খেলাগুলিকে উৎসাহ প্রদানের লক্ষে এই নৌকা বাইচ আয়োজন করা হয়েছে। এটা দ্বিতীয় বছর, ভাল সাড়া মিলেছে। প্রতিবছর এই খেলা চালিয়ে যাবেন বলে জানান।
অনন্যা দে