South 24 Parganas News: কঠিন ও তরল বর্জ্য পৃথকীকরণ শুরু কাকদ্বীপে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
নির্মল গ্রাম গড়ার লক্ষ্যে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে কাকদ্বীপে শুরু হল পৃথক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি
দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপে জোর দেওয়া হল কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনাপনার উপর। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে এই কাজ। কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের নাম দেওয়া হয়েছে এসএলডব্লুএম প্রোজেক্ট।
এই প্রোজেক্টের সূচনায় উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও স্বপন কুমার হালদার, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেব কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল ‘পরিষ্কার পরিচ্ছন্ন পঞ্চায়েত গড়ি, নির্মল গ্রাম বজায় রাখি, সবাই মিলে গর্বে থাকি’।
advertisement
advertisement
মূলত দূষণমুক্ত ও নির্মল গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এই কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে আসা হয়েছে। নির্মল ভারত অভিযান কর্মসূচির অধীনে এই কাজ করা হবে। এই কর্মসূচি থেকে সকলকে জানানো হয়, যেখানে সেখানে আবর্জনা ফেলবন না। পাশাপাশি নিকাশি নালাতে আবর্জনা না ফেলা, ৭৫ মাইক্রনের কম পাতলা প্লাস্টিক ব্যবহার না করা, প্লাস্টিকের জিনিস না পোড়ানো সহ বেশ কিছু বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলার কথা বলা হয়েছে। বাড়িতে পচনশীল ও অপচনশীল বর্জ্যকে পৃথক করার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে দুটি ভিন্ন রঙের আলাদা পাত্র দেওয়া হয়। দূষণমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে সকল দোকানদার, ক্রেতা ও জনগণের কাছে সহযোগিতা করার আবেদন জানানো হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। বাসন্তী ময়দান, কাকদ্বীপ বাজার, হাসপাতাল মোড়ে ৪৫০ টি দোকান ও ৭৫ টি বাড়ি থেকে বজ্র পদার্থও সংগ্রহ করা হয়েছে এই কর্মসূচির অধীনে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 8:25 PM IST