আরও পড়ুন: কপাল জোরে তিনবার হাতির হানার মুখোমুখি হয়ে প্রাণে বাঁচেন কমলি তামাং
গত তিনদিন ধরে লাগাতার ভারী বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকা। তবে পরিস্থিতি সবচেয়ে সঙ্গীন ভুটান সীমান্তবর্তী জয়গাঁয়। এখানকার এনএস রোডে হাঁটু জল জমে গিয়েছে। বিখ্যাত ভুটান গেটের সামনে লিঙ্ক রোডে এমনই জল জমে গিয়েছে যে হাঁটতে গেলে জামা-কাপড় ভিজে যাবে। জয়গাঁ বাসস্ট্যান্ডে জলের তলায় রাস্তা। ফলে চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। প্রতিবার বর্ষায় এমনই বেহাল অবস্থা হয় জয়গাঁর।
advertisement
বর্ষার শুরুতেই এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁরা বলেন, ভুটানের পাহাড়ে ধস নামায় সব মাটি জয়গাঁর এই রাস্তায় এসে জড়ো হয়েছে। প্রতিবছরের এটাই পরিচিত ছবি হয়ে উঠেছে। এই কাদামাটি সড়ক ছাড়িয়ে জয়গাঁর বাড়িগুলির মধ্যেও ঢুকে যায়। ফলে বর্ষা এলেই এখানকার বহু মানুষ ব্যাগ গুছিয়ে অন্যত্র পাড়ি দেন। কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে ওঠেন, আবার অনেকে আলিপুরদুয়ার শহরে গিয়ে ভাড়া বাড়িতে আশ্রয় নেন। এই অবস্থায় গাড়ি চালকরাও সহজে যেতে চান না। কারণ দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। সবমিলিয়ে বর্ষা মানেই জয়গাঁর মানুষের দূর্ভোগ। এ ছবি আজও বদলালো না।
অনন্যা দে