আরও পড়ুন: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় নবম শ্রেণির পড়ুয়ার
এবারেও পুজোয় ২০ শতাংশ বোনাসের দাবি তুলেছে চা-শ্রমিক সংগঠনগুলো। তা নিয়ে ১৪ সেপ্টেম্বর বৈঠক হওয়ার কথা। কিন্তু তার আগেই দেখা দিল বিপত্তি। বোনাস বৈঠকের আগেই সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দিল কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগান কর্তৃপক্ষ। আর তা থেকেই ছড়াল উত্তেজনা।
advertisement
গতবছর পুজোয় অনেক আন্দোলনের পর ২০ শতাংশ বোনাস পেয়েছিলেন চা শ্রমিকরা। এবছরেও একই বোনাস দিতে হবে বলে শ্রমিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন। তবে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি বাগান কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, এবছর তারা ২০ শতাংশ বোনাস দিতে পারবে না।
এরপরই বিভিন্ন দাবিতে গেট মিটিংয়ে সামিল হন বাগান শ্রমিকরা। এরপরই বাগান ছেড়ে চলে যান বাগানের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য ম্যানেজাররা। যদিও বাগানের কাজ চলছে স্বাভাবিকভাবে। কারখানা চালু আছে, শ্রমিকরা চা পাতা তুলছেন, কিন্ত বাগানে দেখা মেলেনি সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য ম্যানেজারদের। এরপরই উত্তেজনা ছড়ায় আটিয়াবাড়ি চা-বাগানে। অনিশ্চিয়তা মধ্যে রয়েছে বাগানের শ্রমিক সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা। দলমত নির্বিশেষে শ্রমিক নেতৃত্বরা সাফ জানিয়ে দেন, ‘বোনাস নিয়ে কোনও আপস আমরা করব না। বাগান কর্তৃপক্ষকে শ্রমিকদের ২০ শতাংশ বোনাসই দিতে হবে।’
অনন্যা দে