কোথাও কালী প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে। আবার কোথাও বড় প্রতিমাতে মাটির প্রলেপ পড়েছে। মাঝে একসপ্তাহের মতো জেলায় ভারী বৃষ্টি থাকায় কাজে হাত দিতে পারেননি মৃৎশিল্পীরা। এদিকে এসেই যাচ্ছিল একের পর এক বরাত। কিন্তু বৃষ্টির মধ্যে প্রতিমা তৈরি করতে বসলে ক্ষতির মুখ দেখতে হত বলে মৃৎশিল্পীরা জানান। কারণ মাটি শুকোতে সময় লাগত। মেশিন দিয়ে মাটি শুকোলেও কোথাও খামতি থেকেই যায়। তাই বৃষ্টি কমার অপেক্ষা করছিলেন তারা।
advertisement
আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারের পুরনো বাজার
প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। মাটি শুকোলে শুরু হবে রঙের। তবে এই কাজও তারা শীঘ্রই শেষ করতে চাইছেন। কারণ ফের যদি বৃষ্টি শুরু হয়। এ বিষয়ে জটেশ্বরের মৃৎশিল্পী চয়ন বড়ুয়া বলেন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন কালী পুজোর। এবছর কমিটির কালী প্রতিমা তৈরী করতে ভালোই বরাত মিলেছে। বহু বাড়ি ও সাধারণ পুজো উদ্যোক্তারা কোনো বায়না ছাড়াই প্রতিমা কিনতে আসেন। তাই আমাদের একটু বেশি করে প্রতিমা তৈরি করে রাখতে হয়।"
Anannya Dey