হাসপাতাল সূত্রে জানা যায় হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে কল্পনা লামার।হৃদযন্ত্রে সমস্যা মৃতার জীবিত থাকাকালীন ছিল।হাসপাতালের অনুমান এই অপমান কল্পনা লামা মেনে নিতে পারেনি।মানসিক চাপে হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে।এই ঘটনায় কালচিনি থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিঘায় নয়, এবার হাওড়ার শ্যামপুরে জালে উঠল দৈত্যাকার ভেটকি! দাম ও ওজনে বিরাট চমক
advertisement
প্রতিবেশী সূত্রে জানা যায়,হঠাৎ করেই গতকাল রাতে টাকা নিয়ে স্বামী-স্ত্রী বচসা শুরু হয়।খুব চিৎকার করে দু'জনে কথা বলছিল।হঠাৎ করে চড়ের শব্দ তারা শুনতে পান।স্বামী-স্ত্রীর মাঝে তারা যেতে চাননি।পরবর্তীতে দেখতে পান কল্পনা লামা অসুস্থ হয়ে পড়ছে।তার স্বামী তাকে হাসপাতালে ভর্তি করান।কিন্তু তাকে বাঁচানো গেল না।কল্পনা লামা সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন।কল্পনা লামার অকাল প্রয়াণ মানতে পারছে না কেউ।তার স্বামীর শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা।কল্পনা লামার মৃত্যুর খবর পেয়ে তার বাবার বাড়ির লোকেরা আসেন হাসপাতালে।
Annanya Dey