আলিপুরদুয়ার হাসিমারা এলাকার বাসিন্দা শুক্লা দেবনাথ।পনেরো বছর ধরে চা বলয় এলাকার কিশোরী ও যুবতীদের স্বনির্ভরতার পাঠ পড়াচ্ছেন। চা বলয়ের প্রতিটি পরিবার অভাবের সন্মুখীন হয়।এই অভাব দূর করার কোনও উপায় কেউ বলে না দিলে জেনেবুঝেই বিপদের ফাঁদে পা দেন তারা।তারপরেই পাচার হয়ে যায় নারীরা।স্বনির্ভরতা,আত্মরক্ষার পাঠ পড়লে এই পাচার রোধ সম্ভব।এই উদ্দেশ্য নিয়ে প্রতিটি চা বাগানে যেতে শুরু করেন শুক্লা দেবনাথ।
advertisement
আরও পড়ুন: এ যেন হাতপাখার পাঠশালা! ১২ বছর ধরে বিদ্যুৎহীন স্কুল, তাতেই যা হওয়ার তাই হচ্ছে…
আরও পড়ুন: সপুত্র আরাবুলের বিরুদ্ধে এফআইআর, আইএসএফ কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল নেতা
চা বলয়ের কিশোরী ও যুবতীদের বিনামুল্যে বিউটিশিয়ান কোর্স করান তিনি।এবিষয়ে শুক্লা দেবনাথ জানান,’নিজে যতটুকু জানি ততটুকু দিয়েই ওদের শিক্ষিত করার চেষ্টা করছি।রোজগারের রাস্তা হাতের কাজের মাধ্যমে দেখলে পাচারের অন্ধকারে হারিয়ে যাবে না ওরা।’
Annanya Dey