TRENDING:

Alipurduar News: ট্রেনেই রমরমিয়ে পাচার চলছিল দামী কাঠের! তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড

Last Updated:

 গত কয়েক মাসের মধ্যে একাধিকবার এভাবে চোরাই কাঠ পাচারের আগেই বাজেয়াপ্ত করেছে বনদফতর। চোরাইকাঠ উদ্ধার হলেও এদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ট্রেন থেকে চোরাই কাঠ উদ্ধার করল বন দফতর ও পুলিশের যৌথ বাহিনী। আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে এদিন দুপুরে প্রায় ৫০০০০ টাকা মূল্যের শাল ও সেগুুুন কাঠ বাজেয়াপ্ত করেছে বনদফতর। বক্সা টাইগার রিজার্ভের দমন পুর মোবাইল রেঞ্জ ও ইস্ট দমন পুর রেঞ্জের কর্মীরা এদিন গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন স্টেশনে অভিযান চালায়।
আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার
advertisement

অভিযানে সহযোগীতা করে রেল পুলিশও। বামনহাট গামী লোকাল ট্রেনে ওই কাঠ পাচার চলছিল। বক্সাব্যাঘ্র প্রকল্পের এ ডি এফ ও নবীকান্ত ঝাঁ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশনে বামন হাটগামী একটি ট্রেনে অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। বনদফতরের কর্তারা জানিয়েছেন, কালচিনি স্টেশনে চোরাই কাট তোলা হয়েছিল। ওই চোরাই কাঠ কোচবিহার হয়ে বামনহাটে পাচার করা হত।

advertisement

আরও পড়ুন: রেশনের বদলে নগদ টাকা! রেশন-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

গত কয়েক মাসের মধ্যে একাধিকবার এভাবে চোরাই কাঠ পাচারের আগেই বাজেয়াপ্ত করেছে বনদফতর। চোরাইকাঠ উদ্ধার হলেও এদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বক্সার জঙ্গলে কাঠপাচার চক্র যে সক্রিয় তা বার বার চোরাই কাঠ উদ্ধারের ঘটনায় স্পষ্ট। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার আপ বামনহাট এক্সপ্রেসে অভিযান চালায় বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ ও রেল পুলিশ।

advertisement

View More

আরও পড়ুন: ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বনদফতরের কর্মীরা

আগে থেকেই ফাঁদ পেতে ছিল বন দফতর ও পুলিশ। সাদা পোশাকে আগেই ট্রেপে চেপে বসেছিলেন যৌথ অভিযানকারি দলের আধিকারিকরা। ট্রেনে গোপনে বাংলাদেশ সীমান্তে কাঠের পাটাতন নিয়ে যাচ্ছিলেন দুষ্কৃতীরা। কিন্তু এর পরেও কেন এই ঘটনায় কাউকে গ্রেফতার করা গেল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে অবশ্য পুলিশ ও বন দফতর থেকে কিছু জানানো হয়নি। রেলে কাঠ পাচার নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাজকুমার কর্মকার

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ট্রেনেই রমরমিয়ে পাচার চলছিল দামী কাঠের! তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল