পানবাড়ি জঙ্গল থেকে ওই তিন বুনো হাতি এসে শিবচরণ টপ্পো, সুশীল মিনজ, বটনি লাকড়া ও ডাঙ্গী কলাধুরা এলাকার বিজয় মারাণ্ডির ঘর ভেঙ্গে দিয়েছে বলে বন দফতর সূত্রে খবর।ঘরে মজুদ রাখা চাল আটা লবন খেয়ে নেয়।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই দুটি এলাকায়। এক মাত্র থাকার ঘর ভেঙ্গে দেওয়ায় তারা নিরাশ্রয় হয়ে পড়েছেন বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: গভীর রাতে ঘরে উঁকি দিল কে? টের পেতেই একী ঘটল মা ও ছেলের সঙ্গে! জানুন
আরও পড়ুন:
মাথা গোঁজার মত কোন ঘর নেই তাদের। বিজয় মারান্ডি জানান আগে প্রতি রাতে বুনো হাতি হানা দিয়ে খেতের ফসল নষ্ট করে । এবারে খেতে কোনও ফসল না থাকায় বাড়িতে হানা দিতে শুরু করেছে বুনো হাতির দল। বনদফতরে বিষয়টি জানান হয়েছে। দুই বছরের শিশু কে নিয়ে কোনও মতে পালিয়ে প্রাণে বাঁচেন বিজয় মারান্ডি।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 5:23 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শামুকতলার বিভিন্ন এলাকায় বাড়ছে হাতির হানা, আতঙ্কে গ্রামবাসীরা