Jalpaiguri News: গভীর রাতে ঘরে উঁকি দিল কে? টের পেতেই একী ঘটল মা ও ছেলের সঙ্গে! জানুন
- Published by:Piya Banerjee
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: মেয়ে বিয়ে বাড়িতে গেছে! বাড়িতে ঘুমিয়ে ছিলেন মা ও ছেলে! মাঝ রাতে ঘটল ভয়াবহ ঘটনা!
জলপাইগুড়ি: উত্তরের আকাশ হালকা বৃষ্টি এবং হালকা বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া রাত তখন প্রায় দুটো। গভীর নিদ্রায় মগ্ন ছিলেন বছর ৫৫ এর মিনতি রায়। হঠাৎই ঘুমের ঘোরে গজরাজের হানা। কোনক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন মিনতি দেবী। স্বামী অনেকদিন আগেই মারা যান। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার মিনতি দেবীর।
মঙ্গলবার রাতে তখন মা ও ছেলে নিদ্রায় মগ্ন ছিল। বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যায় মেয়ে পূজা। তারপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙেবিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী।
advertisement
আরও পড়ুন: নোংরা আবর্জনা ভরা পুকুরে ডুব হবু বর-বউয়ের! বিয়ের আগে পাপ-মুক্তি! প্রি-ওয়েডিং শ্যুট তুমুল ভাইরাল
advertisement
ঘরে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে থাকা একটি রান্নাঘর সেটিকেও ভেঙে তছনছ করে দেয়। স্থানীয়রা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে। তারপর স্থানীয়রা মোরাঘাট রেঞ্জ বনকর্মীদের খবর দেওয়া হয়। প্রসঙ্গত বনাঞ্চল পার্শ্ববর্তী এলাকায় যখন তখন চলে আসে জংলি হাতির দল এতে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষদের। কখনো চাষের জমির উপরে হামলা কখনো গৃহস্থের বাড়ির উপর হামলা চালায় হাতি।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 4:08 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: গভীর রাতে ঘরে উঁকি দিল কে? টের পেতেই একী ঘটল মা ও ছেলের সঙ্গে! জানুন