TRENDING:

Alipurduar News:এই চারদিন নেই সাইরেনের শব্দ! পুজোর আনন্দে মেতেছেন সুভাষিনী চা বাগানের শ্রমিকরা!

Last Updated:

Alipurduar News: বাগানের শ্রমিকরা তাদের কষ্টের টাকা জমিয়ে পুজোর আয়োজন করেন। মেলাও বসে। দেখুন ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: চা বাগানের শ্রমিকদের পুজোর আনন্দ লক্ষ্য করা গেল সুভাষিনী চা বাগানে।বাগানের শ্রমিকরা তাদের কষ্টের টাকা জমিয়ে পুজোর আয়োজন করেন।পাশাপাশি মেলার আয়োজন করেন।এই মেলা চলে প্রায় দশ দিনের মতো। সুভাষিনী চা বাগানের মেলায় ভীড় জমান আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।শ্রমিকদের সঙ্গে উৎসবের আনন্দে নিজেকে সামিল করেন সকলে।
advertisement

চা শ্রমিকদের যৌথ উদ্যোগের এই পুজো দেখলে মনে হতে পারে থিম নেই কেন? উত্তরে চা শ্রমিকরা জানান,তারা দুর্গা পুজোর আনন্দ বোঝেন।থিমের বৈচিত্র্য সম্পর্কে জানা নেই তাদের।চারটে দিন চা বাগানের কাজের থেকে ছুটি মেলে।এই ছুটিতে মন খুলে আনন্দ করতে চান তারা।সাবেকি প্যাণ্ডেল,সাবেকি প্রতিমাকে পুজো করেই মন থেকে শান্তি পান তারা।

আরও পড়ুন: দশমীর সিঁদুর খেলা আর মিষ্টি মুখে উমা বরণ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

advertisement

পুজোর কটা দিন বাগানে সাইরেন বেজে ওঠে না।পাতা তুলতে যাওয়ার তাড়া থাকে না।সময়ের মধ্যে কাজ শেষ করার মাথায় চাপ থাকে না।শুধু থেকে যায় আনন্দ।শুধু পুজো নয়,পুজোর পাশাপাশি মেলা বসে এই বাগানে। পুজো শেষ হলেও থেকে যায় মেলা।পূর্বে মেলার স্থায়িত্ব দশ দিন থাকলেও।বর্তমানে এই মেলাটি সাত দিন চলে।পুজোর পরে বিকেলের মধ্যে কাজ শেষ করে মেলার আনন্দ নেওয়ার সুযোগ পান শ্রমিকরা। শ্রমিকদের আয়োজিত এই পুজো দেখতে আসেন বাগানের বাবুরা।তারাও নিজেদের আনন্দে সামিল করেন।চা বাগানের এই পুজোয় সকলেই একাত্ম হয়ে ওঠেন। দর্শনার্থীরা অদ্ভুতভাবে আনন্দ খুঁজে পান এই পুজোয়।তাই একবার নয়,বারবার তারা চলে আসেন সুভাষিনীর মেলায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News:এই চারদিন নেই সাইরেনের শব্দ! পুজোর আনন্দে মেতেছেন সুভাষিনী চা বাগানের শ্রমিকরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল