চা শ্রমিকদের যৌথ উদ্যোগের এই পুজো দেখলে মনে হতে পারে থিম নেই কেন? উত্তরে চা শ্রমিকরা জানান,তারা দুর্গা পুজোর আনন্দ বোঝেন।থিমের বৈচিত্র্য সম্পর্কে জানা নেই তাদের।চারটে দিন চা বাগানের কাজের থেকে ছুটি মেলে।এই ছুটিতে মন খুলে আনন্দ করতে চান তারা।সাবেকি প্যাণ্ডেল,সাবেকি প্রতিমাকে পুজো করেই মন থেকে শান্তি পান তারা।
আরও পড়ুন: দশমীর সিঁদুর খেলা আর মিষ্টি মুখে উমা বরণ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
advertisement
পুজোর কটা দিন বাগানে সাইরেন বেজে ওঠে না।পাতা তুলতে যাওয়ার তাড়া থাকে না।সময়ের মধ্যে কাজ শেষ করার মাথায় চাপ থাকে না।শুধু থেকে যায় আনন্দ।শুধু পুজো নয়,পুজোর পাশাপাশি মেলা বসে এই বাগানে। পুজো শেষ হলেও থেকে যায় মেলা।পূর্বে মেলার স্থায়িত্ব দশ দিন থাকলেও।বর্তমানে এই মেলাটি সাত দিন চলে।পুজোর পরে বিকেলের মধ্যে কাজ শেষ করে মেলার আনন্দ নেওয়ার সুযোগ পান শ্রমিকরা। শ্রমিকদের আয়োজিত এই পুজো দেখতে আসেন বাগানের বাবুরা।তারাও নিজেদের আনন্দে সামিল করেন।চা বাগানের এই পুজোয় সকলেই একাত্ম হয়ে ওঠেন। দর্শনার্থীরা অদ্ভুতভাবে আনন্দ খুঁজে পান এই পুজোয়।তাই একবার নয়,বারবার তারা চলে আসেন সুভাষিনীর মেলায়।
Annanya Dey