TRENDING:

Alipurduar News: পুজো প্যান্ডেলের বাঁশে ঝুলন্ত দেহ ‌যুবকের! চাঞ্চল্য আলিপুরদুয়ারে

Last Updated:

আলিপুরদুয়ারের জাতীয় সড়কে এক ব্যক্তির দেহ মিলেছে। অপরটি জটেশ্বরে এক যুবকের দেহ পুজো প্যাণ্ডেলে মিলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য জটেশ্বর এলাকায়। জানা যায় শুক্রবার সকালে সংলগ্ন পুজোর প্যান্ডেল থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর আলিনগর বাঁধের পাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজু দাস। বয়স আনুমানিক ২৮ বছর।
প্যান্ডেলের বাঁশে ঝুলন্ত দেহ
প্যান্ডেলের বাঁশে ঝুলন্ত দেহ
advertisement

এদিন সকালে আলিনগর বাঁধের পাড় এলাকায় ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এদিকে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন,তার তদন্ত করছে পুলিশ।ওই যুবকের মোবাইলের কল লিস্ট চেক করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

আরও পড়ুন: গঙ্গার ভাঙনে তলিয়ে গেল মন্দির, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

advertisement

অন্যদিকে, দিনেদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা সামনে এসেছে আলিপুরদুয়ার জেলায়।আলিপুরদুয়ারের তপসিখাতা পাওয়ার গ্রিডের সামনে মোটর সাইকেল নিয়ে দোকানের জিনিসপত্র নিয়ে ফেরার পথে খুন হয় এক ব্যক্তি।মৃতের নাম বিষ্ণু রায়।তার বয়স ৫২ বছর।ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: অর্গাজমেই লুকিয়ে যৌনমিলনের আসল রহস্য? বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন

advertisement

পরস্ত্রীকে নিয়ে সংসার করায় খুন বলে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান।বিষ্ণু রায়ের বাড়ি আলিপুরদুয়ার তোপসিখাতা পাকুড়িতলা এলাকায়।তার বাড়িতে স্ত্রী,ছেলে ,নাতনি রয়েছে। দুই বছর যাবৎ ধরে সে ঘরে থাকেনা বলে পরিবার সূত্রে জানা যায়। পরস্ত্রীকে নিয়ে তোফসিখাতা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় বসবাস করছিল সে। এলাকার বাসিন্দারা জানান বিষ্ণু রায় তার বন্ধু অর্জুন কার্জীর স্ত্রী সার সাথে দুই বছর যাবৎ বসবাস করছে। এই ঘটনায় হামেশা অশান্তি লেগে থাকত। সুযোগ বুঝে আজ অর্জুন কার্জী তার বন্ধুকে খুন করেছে বলে জানা যায়। এদিন বিষ্ণু রায় মৃত্যু ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

পুলিশ ঘটনার তদন্তে নেমে অর্জুন কার্জীকে গ্ৰেফতার করেছে। গত সেপ্টেম্বর মাসে ফলাকাটা জাতীয় সড়কের ধারের ঝোপ থেকে এক ব্যক্তির বস্তাবন্দী পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম অরিন্দম দেবনাথ (২২)।অনেকদিন থেকে নিখোঁজ ছিল অরিন্দম। অরিন্দমকে অপহরণ করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান ছিল পুলিশের। বৃহস্পতিবার পায়ে দড়ি বাঁধা অবস্থায় বস্তার মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটির পায়ে দড়ি বেঁধে বস্তাবন্দী করে রাস্তার ধারে ঝোপে ফেলে দেওয়া হয়েছিল। দেহটি ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পুজো প্যান্ডেলের বাঁশে ঝুলন্ত দেহ ‌যুবকের! চাঞ্চল্য আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল