Malda News: গঙ্গার ভাঙনে তলিয়ে গেল মন্দির, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

গঙ্গার গ্রাসে রাধাগোবিন্দ মন্দির। বৃহস্পতিবার ভোর থেকে লাগাতার ভাঙনের জেরে গঙ্গা গ্রাসে মন্দিরের একাংশ।

+
তলিয়ে

তলিয়ে গেল গোটা মন্দির

#মালদহ: গঙ্গা গ্রাসে রাধাগোবিন্দ মন্দির। বৃহস্পতিবার ভোর থেকে লাগাতার ভাঙনের জেরে গঙ্গা গ্রাসে মন্দিরের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদহের বৈষ্ণবনগর থানার পারলালপুর গ্রামে। গঙ্গা ভাঙনে মন্দিরের একাংশ তলিয়ে গিয়েছে। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভাঙন চলে এমনটাই দাবি স্থানীয়দের। স্থানীয়দের দাবি যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয়তাহলে কালিয়াচকের পারলালপুর খুঁজে পাওয়া যাবে না। কারণ এই পারলালপুর এর আগেও ভয়াবহ ভাঙন হয়েছিল। এরপর রাজ্য সরকারের সহযোগিতায় সেখানে বোল্ডার দিয়ে বাঁধের কাজ করা হয়েছিল। বেশ কয়েক বছর সে রকম কোনো ভাঙ্গন হয়নি এই পারলালরপুরে।
advertisement
আরও পড়ুন: সত্যিই চিরবিদায়! প্রয়াত অমিতাভের 'গুডবাই' সহ-অভিনেতা অরুণ বালি
পুনরায় আবার বৃহস্পতিবার রাত থেকে হঠাৎই গঙ্গা ভাঙন শুরু হয়েছে। সেখানকার এক ঐতিহ্যবাহী মন্দির , সেই মন্দিরের একাংশ প্রায় নদী গর্ভে তলিয়ে গেছে। বাকি যে অংশ রয়েছে মন্দিরের সেই অংশে যদি বাঁধের কাজ মেরামতি না করা হয় তাহলে কয়েকদিনের মধ্যে হয়তো এই মন্দির আর থাকবে না। চলে যাবে গঙ্গা নদীর গর্ভে। দীর্ঘদিন পর পার লালপুর গ্রামে গঙ্গায় ভাঙ্গন শুরু হওয়ায় নতুন করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুন: অর্গাজমেই লুকিয়ে যৌনমিলনের আসল রহস্য? বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন
মাঝে কয়েক বছর বন্ধ ছিল এই এলাকার ভাঙন। সরকারিভাবে ভাঙন রদের জন্য এলাকায় নদীর পাড়ে ভাঙন প্রতিরোধের জন্য বোল্ডার দিয়ে পার বাঁধা হয়েছিল। তবে কয়েক বছর কাটতে না কাটতেই বৃহস্পতিবার থেকে ফের ভাঙ্গন শুরু হওয়ায় নতুন করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের পদক্ষেপের দাবি তুলছেন সকলেই।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গঙ্গার ভাঙনে তলিয়ে গেল মন্দির, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement