অর্গাজমেই লুকিয়ে যৌনমিলনের আসল রহস্য? বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন

Last Updated:
এতে শুধুই যৌনসুখই নয়, মানসিক দিক থেকেও সুস্থ করে তোলে।
1/7
স্বমেহন অর্থাৎ মাস্টারবেশন বা অর্গাজম হল নিজস্ব অনুভূতির সঙ্গে জড়িত। বাংলায় অর্গাজমকে রতিসুখ বলে। যৌনতায় আরাম দেওয়ার কাজ। বেশিরভাগ দেশেই যৌনতা নিয়ে পর্যাপ্ত শিক্ষার অভাবে অর্গাজম নিয়ে নানা ভুল ধারণা রয়েছে। এতে শুধুই যৌনসুখই নয়, মানসিক দিক থেকেও সুস্থ করে তোলে।
স্বমেহন অর্থাৎ মাস্টারবেশন বা অর্গাজম হল নিজস্ব অনুভূতির সঙ্গে জড়িত। বাংলায় অর্গাজমকে রতিসুখ বলে। যৌনতায় আরাম দেওয়ার কাজ। বেশিরভাগ দেশেই যৌনতা নিয়ে পর্যাপ্ত শিক্ষার অভাবে অর্গাজম নিয়ে নানা ভুল ধারণা রয়েছে। এতে শুধুই যৌনসুখই নয়, মানসিক দিক থেকেও সুস্থ করে তোলে।
advertisement
2/7
যৌন উত্তেজনা বা যৌনমিলন ছাড়া কি অর্গাজমের চরম সুখ পাওয়া সম্ভব। সম্প্রতি নয়া পন্থার হদিশ দিলেন বিশেষজ্ঞরা। যৌন সম্পর্ক নিয়ে অনেকেরই অনেকরকমের ফ্যান্টাসি রয়েছে। সঙ্গমের সময়টাতে ছেলে হোক কিংবা মেয়ে দু'জনেই পুরো সময়টাতে একান্তভাবে কাটাতে চান।
যৌন উত্তেজনা বা যৌনমিলন ছাড়া কি অর্গাজমের চরম সুখ পাওয়া সম্ভব। সম্প্রতি নয়া পন্থার হদিশ দিলেন বিশেষজ্ঞরা। যৌন সম্পর্ক নিয়ে অনেকেরই অনেকরকমের ফ্যান্টাসি রয়েছে। সঙ্গমের সময়টাতে ছেলে হোক কিংবা মেয়ে দু'জনেই পুরো সময়টাতে একান্তভাবে কাটাতে চান।
advertisement
3/7
অনেকেই উদ্দাম যৌন মিলন পছন্দ করেন। কিন্তু অনেক সময়েই মিলনের সময় একাধিক সমস্যায় পড়েন দম্পত্তিরা। তবে অনেক ক্ষেত্রেই তাঁরা অর্গাজমে পৌঁছতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, যৌন উত্তেজনা বা যৌনমিলন ছাড়া কি অর্গাজমের চরম সুখ পাওয়া সম্ভব। সম্প্রতি নয়া পন্থার হদিশ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনেকেই উদ্দাম যৌন মিলন পছন্দ করেন। কিন্তু অনেক সময়েই মিলনের সময় একাধিক সমস্যায় পড়েন দম্পত্তিরা। তবে অনেক ক্ষেত্রেই তাঁরা অর্গাজমে পৌঁছতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, যৌন উত্তেজনা বা যৌনমিলন ছাড়া কি অর্গাজমের চরম সুখ পাওয়া সম্ভব। সম্প্রতি নয়া পন্থার হদিশ দিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
4/7
বিশিষ্ট যোগ প্রশিক্ষক ক্যারোলিন সারাস্কির দাবি, অর্গাজমিক এনার্জি বাড়াতে মহিলাদের নিজস্ব বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। যৌনমিলন ছাড়া কি অর্গ্যাজমের চরম সুখ পাওয়া সম্ভব? যোগ প্রশিক্ষক বলেছেন সম্ভব।
বিশিষ্ট যোগ প্রশিক্ষক ক্যারোলিন সারাস্কির দাবি, অর্গাজমিক এনার্জি বাড়াতে মহিলাদের নিজস্ব বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। যৌনমিলন ছাড়া কি অর্গ্যাজমের চরম সুখ পাওয়া সম্ভব? যোগ প্রশিক্ষক বলেছেন সম্ভব।
advertisement
5/7
ক্যারোলিন দাবি করেছেন, যৌনাঙ্গ স্পর্শ ছাড়াই এই অর্গাজম করা যায়। এমনকী কোনও শয্যাসঙ্গী ছাড়াই যৌন উত্তেজনার চরম পর্যায়ে পৌছানো সম্ভব হয় বলে জানিয়েছেন যোগ প্রশিক্ষক।
ক্যারোলিন দাবি করেছেন, যৌনাঙ্গ স্পর্শ ছাড়াই এই অর্গাজম করা যায়। এমনকী কোনও শয্যাসঙ্গী ছাড়াই যৌন উত্তেজনার চরম পর্যায়ে পৌছানো সম্ভব হয় বলে জানিয়েছেন যোগ প্রশিক্ষক।
advertisement
6/7
অর্গাজমিক এনার্জি বাড়ানোর এই ক্ষমতা যোগাভ্যাসের মাধ্যমে আয়ত্ত করা যেতে পারে।
অর্গাজমিক এনার্জি বাড়ানোর এই ক্ষমতা যোগাভ্যাসের মাধ্যমে আয়ত্ত করা যেতে পারে।
advertisement
7/7
কিন্তু অনেকেরই মনে ধারণা রয়েছে যে, অর্গাজমই যৌন মিলনের চরম পর্যায়। তবে বিশেষজ্ঞদের মতে, পার্টনারদের একে অপরের সঙ্গে শারীরিক ও মানসিক মিলনের আনন্দই যৌনতার আসল রহস্য।
কিন্তু অনেকেরই মনে ধারণা রয়েছে যে, অর্গাজমই যৌন মিলনের চরম পর্যায়। তবে বিশেষজ্ঞদের মতে, পার্টনারদের একে অপরের সঙ্গে শারীরিক ও মানসিক মিলনের আনন্দই যৌনতার আসল রহস্য।
advertisement
advertisement
advertisement