TRENDING:

Alipurduar News: মশাবাহিত 'এই' রোগে আক্রান্তের সংখ‍্যা প্রায় ১০০! সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ স্বাস্থ‍্য দফতরের

Last Updated:

মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে আলিপুরদুয়ার জেলায়। আক্রান্তের সংখ‍্যা ১০০-র দোড়গোড়ায়। রোগটি যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন‍্য গণ ওষুধ সেবন করানর উদ‍্যোগ নিয়েছে জেলা স্বাস্থ‍্য দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে আলিপুরদুয়ার জেলায়। আক্রান্তের সংখ‍্যা ১০০-র দোড়গোড়ায়। রোগটি যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন‍্য গণ ওষুধ সেবন করানর উদ‍্যোগ নিয়েছে জেলা স্বাস্থ‍্য দফতর।
advertisement

মশাবাহিত রোগ ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গন ওষুধ সেবন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকের স্বাস্থ‍্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে এই কর্মসূচি। ১৯ তারিখ থেকে ঘরে ঘরে গিয়ে চলবে এই কর্মসূচি।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় চরম দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের ‘এই’ সব জেলায়! বইবে কনকনে ঝড়ো হাওয়া! শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

advertisement

আলিপুরদুয়ার শহরে রবীন্দ্র মঞ্চ ভবনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছেন জেলাশাসক। চারটি ব্লকের মধ‍্যে কালচিনি ব্লকেই এই রোগে আক্রান্ত হয়েছেন ১৭ জন। একথা জানিয়েছেন বিএমওএইচ শ্রীকান্ত মন্ডল। তিনি জানান, “চা বাগানের শ্রমিক আবাসনগুলিতেই আক্রান্তের সংখ‍্যা বেশি। রোগ যাতে না ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে রয়েছি আমরা। ওষুধ সেবন সেই কারণেই করানো হচ্ছে।”

advertisement

View More

আরও পড়ুন: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে বসেই ধর্না! ঘটনায় সরগরম এলাকা

জানা যায় গত নভেম্বর মাসে জেলা জুড়ে রাত্রিকালীন রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জেলার ৪ টি ব্লকে সংক্রমণ ধরা পড়ে। সেই ঘটনায় মশাবাহিত ফাইলেরিয়া রোগ নির্মূল করতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। জেলায় ৯ লক্ষেরও বেশি নাগরিকদের এই ওষুধ দেওয়া হবে। এই কর্মসূচির জন্য জেলায় ২২৯০ জন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে নিয়োগ করা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মশাবাহিত 'এই' রোগে আক্রান্তের সংখ‍্যা প্রায় ১০০! সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ স্বাস্থ‍্য দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল