মশাবাহিত রোগ ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গন ওষুধ সেবন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকের স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে এই কর্মসূচি। ১৯ তারিখ থেকে ঘরে ঘরে গিয়ে চলবে এই কর্মসূচি।
advertisement
আলিপুরদুয়ার শহরে রবীন্দ্র মঞ্চ ভবনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছেন জেলাশাসক। চারটি ব্লকের মধ্যে কালচিনি ব্লকেই এই রোগে আক্রান্ত হয়েছেন ১৭ জন। একথা জানিয়েছেন বিএমওএইচ শ্রীকান্ত মন্ডল। তিনি জানান, “চা বাগানের শ্রমিক আবাসনগুলিতেই আক্রান্তের সংখ্যা বেশি। রোগ যাতে না ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে রয়েছি আমরা। ওষুধ সেবন সেই কারণেই করানো হচ্ছে।”
আরও পড়ুন: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে বসেই ধর্না! ঘটনায় সরগরম এলাকা
জানা যায় গত নভেম্বর মাসে জেলা জুড়ে রাত্রিকালীন রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জেলার ৪ টি ব্লকে সংক্রমণ ধরা পড়ে। সেই ঘটনায় মশাবাহিত ফাইলেরিয়া রোগ নির্মূল করতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। জেলায় ৯ লক্ষেরও বেশি নাগরিকদের এই ওষুধ দেওয়া হবে। এই কর্মসূচির জন্য জেলায় ২২৯০ জন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে নিয়োগ করা হয়েছিল।
Annanya Dey