Murshidabad News: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে বসেই ধর্না! ঘটনায় সরগরম এলাকা

Last Updated:

Murshidabad News: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাল প্রতারিত যুবকরা।

টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাল প্রতারিত যুবকরা। স্বাস্থ্য দফতরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে বলে প্রত্যেকের কাছ থেকে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি মেলেনি, টাকাও ফেরত পাওয়া যাচ্ছে না। রবিবার দুপুরে মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ এলাকারই এক নেতা চাকরি দেওয়ার নাম করে এই টাকা নিয়েছে। থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। কিছুদিন আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হয় কিন্তু পরে যাচাই করে দেখা যায় সেই নিয়োগপত্র জাল।
advertisement
advertisement
পুলিশের কাছে অভিযোগ ও দায়ের হয়। প্রতারিত যুবক ফিরোজ সেখ বলেন, “২০১৮ সালে আমরা প্রায় ৬ লক্ষ টাকা স্বাস্থ্য দফতরে চাকরির জন্য দিয়েছিলাম। কিন্তু সেই টাকা আর ফেরত দিচ্ছে না। থানায় অভিযোগও দায়ের করেছি। তিনবছর কেটে গেলেও আমাদের টাকা আমরা ফেরত পাচ্ছিলাম না। আমাদের হাসপাতালের নিয়োগপত্র দেওয়া হলেও সেটা জাল ছিল।”
advertisement
তিনি আরও বলেন, “টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমাদের ধর্না চলবে।” ঘটনার পর থেকেই বাড়ি থেকে পলাতক অভিযুক্ত। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রতারিত যুবকরা ধর্না তুলে নেন।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে বসেই ধর্না! ঘটনায় সরগরম এলাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement