আরও পড়ুন: নিজেদের টাকায় সেতু তৈরি করেছে এলাকাবাসী, হুঁশ নেই প্রশাসনের
এতদিন কেউ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলেই পরিজনরা তাঁকে নিয়ে ভিন রাজ্যের হাসপাতালে ছুটতেন। নিদেন পক্ষে কলকাতার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো চিকিৎসার জন্য। আর্থিক অবস্থা খুব খারাপ হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যেতেন সেই রোগী। এটাই ছিল আলিপুরদুয়ারের চেনা ছবি। প্রান্তিক জেলা হওয়ার এখানকার বেশিরভাগ বাসিন্দার আর্থিক অবস্থা ভালো না। অনেকের স্রেফ দূরে যাওয়ার সামর্থ্য নেই বলে সঠিকভাবে ক্যান্সারের চিকিৎসাও করেননি এমনও দেখা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চিকিৎসা না করাতে পেড়ে অকালে প্রাণ যাচ্ছে। অথচ বর্তমানে সঠিক সময়ে ধরা পড়লে ক্যান্সার নিরাময় যোগ্য। এই পরিস্থিতি বদলাতেই ক্যান্সার চিকিৎসা নিয়ে জেলা হাসপাতাল এই গড়ে তোলা হলো প্রয়োজনীয় পরিকাঠামো।
advertisement
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি জানান, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গুরুত্বপূর্ণ তিনটি পরিষেবা চালু হয়েছে। ইমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ড চালু হয়েছে। সেখানে তিনটি বেড থাকবে। এছাড়া ই-প্রেসক্রিপশন ব্যবস্থাও চালু হল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জেলা হাসপাতালে ক্যান্সার নির্ণয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। মঙ্গল ও শুক্রবার জেলা হাসপাতালে অঙ্কোলজি অর্থাৎ ক্যান্সার বিভাগের আউটডোর চিকিৎসকরা বসবেন। ই-প্রেসক্রিপশন মিলবে জেলা হাসপাতালের পোর্টালে।এর ফলে কোনও রোগীর প্রেসক্রিপশন হারিয়ে গেলেও সমস্যা হবে না। কারণ তাঁর সব তথ্য পোর্টালে সংরক্ষণ করা থাকবে।
অনন্যা দে