Jalpaiguri News: নিজেদের টাকায় সেতু তৈরি করেছে এলাকাবাসী, হুঁশ নেই প্রশাসনের

Last Updated:

জমিদারপাড়া থেকে শহরের যে কোনও স্থানে যেতে গেলে পার হতে হয় একটি বড় খাল। এই গ্রামে কয়েকশো পরিবারের বসবাস। অথচ দীর্ঘ কয়েক বছর ধরে সেই খালের উপর গ্রামবাসীরা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন।

+
title=

জলপাইগুড়ি: গ্রামে বসেই দেখা যায় তৈরি হচ্ছে হাইকোর্টের সার্কিট বেঞ্চ। হাত বাড়ালেই মেডিকেল কলেজ। তবুও বর্ষা এলেই এমন এক গ্রামের মানুষকেই কিনা আতঙ্কে থাকতে হয়! জলপাইগুড়ি সদর ব্লকের এই মূহুর্তে সব দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল পাহাড়পুর। এই পাহাড়পুর পঞ্চায়েতের জমিতেই তৈরি হচ্ছে মেডিকেল কলেজ ও কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো। অথচ সেই পঞ্চায়েত এলাকারই জমিদারপাড়া গ্রামের মানুষের হাল বেহাল। পরিস্থিতি সামলাতে এই গ্রামের কয়েকশো পরিবার নিজেরা চাঁদা তুলে শেষে বাধ্য হলেন সেতু তৈরি করতে।
জমিদারপাড়া গ্রামে এসেই যেন বার বার শেষ হয়ে যায় পাহাড়পুর পঞ্চায়েতের উন্নয়নের অর্থ। অন্তত উপপ্রধান বেনুরঞ্জন সরকারের কথাতে এমনটাই মনে হতে পারে। জমিদারপাড়া থেকে শহরের যে কোনও স্থানে যেতে গেলে পার হতে হয় একটি বড় খাল। এই গ্রামে কয়েকশো পরিবারের বসবাস। অথচ দীর্ঘ কয়েক বছর ধরে সেই খালের উপর গ্রামবাসীরা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন।
advertisement
advertisement
এবারেও বর্ষা আসার আগে বাঁশের সাঁকো তৈরির কাজ সেরে ফেলেছে গ্রামের মানুষ। এই গ্রামের‌ই ছাত্র যুবরাজ রায় বলেন, বর্ষা আসলেই ভয় হয়। এই খাল পেরিয়েই যেতে হয় স্কুল, কলেজে। জল বেশি হলে ভয়ে পার হতে বুক কেঁপে উঠে। এদিকে উপপ্রধান বেনুরঞ্জন সরকার বলেন, দীর্ঘদিন ধরে ওই সেতুটা হচ্ছে না, গ্রামবাসীদের ক্ষোভ তো থাকবেই। এর জন্য চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন। এতো অর্থ নেই আমাদের কাছে।
advertisement
এই অবস্থায় পঞ্চায়েত ভোটের আগে চিন্তা বেড়েছে শাসকদলের। জমিদারপাড়ার এক বৃদ্ধা বলেন, অনেক দিন থেকেই এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে ভরা বর্ষায় যেতে হয়। অনেক অসুবিধা সত্ত্বেও কারোর কোনও হুঁশ নেই। ভোটের সময় সবাই খালি ভোট চাইতে আসে। এবার আমরাও আমাদের মতো করে সিদ্ধান্ত নেব।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: নিজেদের টাকায় সেতু তৈরি করেছে এলাকাবাসী, হুঁশ নেই প্রশাসনের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement