Dakshin Dinajpur News: দক্ষিণ দিনাজপুরের সব গ্রামে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ, তৈরি হবে জৈব সার
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জেলার ৬৪ টি পঞ্চায়েতের মধ্যে ২২ টি পঞ্চায়েত প্রাথমিক তালিকাভুক্ত হয়েছে। এদের মধ্যে ৫ টি পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকাঠামো গড়ে তোলার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
দক্ষিণ দিনাজপুর: গ্রামাঞ্চলেকে প্লাস্টিক মুক্ত করার পাশাপাশি গ্রাম্য পরিবেশকে নির্মল করতে বড় সিদ্ধান্ত। জেলার সবকটি গ্রামে এবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি গ্রামের বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য দিয়ে তৈরি হবে জৈব সার।
দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৬৪ টি গ্রাম পঞ্চায়েত আছে। তার সবগুলির প্রতিটি বাড়ি থেকে দৈনিক আবর্জনা ও বর্জ্য পদার্থ সংগ্রহের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পদ্ধতির মাধ্যমে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্যকে প্রথমে দু’ভাগ করা হবে। জৈব বর্জ্যকে আলাদা করা হবে আর প্লাস্টিক বর্জ্যকে আলাদাভাবে কাজে লাগানো হবে। জৈব বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটি পঞ্চায়েতে একটি করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা এই প্রকল্প দ্রুত রুপায়নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে জেলার ৬৪ টি পঞ্চায়েতের মধ্যে ২২ টি পঞ্চায়েত প্রাথমিক তালিকাভুক্ত হয়েছে। এদের মধ্যে ৫ টি পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকাঠামো গড়ে তোলার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, আগামী এক বছরের মধ্যে বাকি পঞ্চায়েতগুলিতেও এই প্রকল্পের পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
advertisement
উল্লেখ্য, মে মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৩২ টি ব্যাটারি চালিত গাড়ি দেওয়া হয়েছে বিভিন্ন পঞ্চায়েতকে। এই গাড়িগুলিকে আবর্জনা বহনকারী যান হিসেবে ব্যবহার করা হবে। এই কাজে নিযুক্ত করা হবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ময়লা সংগ্রহ থেকে তা পৃথকীকরণ সবটাই তাঁরা করবেন। উৎপাদিত প্লাস্টিক নিয়ে যাওয়া হবে অন্য কেন্দ্রে। সেখানে তাকে পুনর্ব্যবহারযোগ্য করে বিক্রির ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে আগামী এক বছরের মধ্যেই মিশন নির্মল বাংলার যে লক্ষ্য অর্থাৎ গ্রামাঞ্চলের ময়লা আবর্জনাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে নিয়ে এসে সেখান থেকে জৈব সার তৈরি ও প্লাস্টিককে আলাদা করার যে লক্ষ্য, তা পূরণ করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেছেন জেলাশাসক।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: দক্ষিণ দিনাজপুরের সব গ্রামে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ, তৈরি হবে জৈব সার









