South 24 Parganas News: বেহাল দশা ক্যানিংয়ের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের

Last Updated:

প্রথমদিকে বেশ ভালোভাবে চললেও চালু হওয়ার কিছুদিন পরই বন্ধ হয়ে যায় ক্যানিংয়ের এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং-কে। সেখানেই বছরখানেক আগে তৈরি হয়েছিল এক অত্যাধুনিক সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। এতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সাঁতারুদের যথেষ্ট উপকার হয়। তাঁরা অত্যাধুনিক প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পান। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রেরই বেহাল অবস্থা। ফলে বিপাকে পড়েছেন রাজ্যের এই প্রান্তিক এলাকার সাঁতারুরা।
সূত্রের খবর, প্রথমদিকে বেশ ভালোভাবে চললেও চালু হওয়ার কিছুদিন পরই বন্ধ হয়ে যায় ক্যানিংয়ের এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি। ফলে বর্তমানে এখানকার সাঁতারুদের অন্যত্র গিয়ে সাঁতার শিখতে হচ্ছে। অভিযোগ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটির বর্তমানে বেহাল দশা হয়েছে। সেখানে যত্রতত্র গজিয়ে উঠেছে আগাছা।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে সুন্দরবনের সাঁতারুদের প্রশ্ন, আবার কবে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হবে ? সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের বেহাল দশা ও দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তিনি জানান, প্রায় তিন বছর বন্ধ হয়ে পড়ে আছে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি। তবে এটি আবার খোলা নিয়ে আলাপ-আলোচনা চলছে বলে বিধায়ক জানান।অন্যদিকে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে থাকায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বেহাল দশা ক্যানিংয়ের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement