TRENDING:

Alipurduar News: প্রায় নেই ছাত্র! বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ার বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়!

Last Updated:

ছাত্র সংখ্যা মাত্র ৩ জন।বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ারের বিধানপল্লীর স্কুলটি। যেখানে দেড়শো কিংবা দুশো জন ছাত্র ছাত্রী ছিল। সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ জন। আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা তলানিতে পৌঁছে যাওয়ায় স্কুলটি বন্ধের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : ছাত্র সংখ্যা মাত্র ৩ জন।বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ারের বিধানপল্লীর স্কুলটি। যেখানে দেড়শো কিংবা দুশো জন ছাত্র ছাত্রী ছিল। সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ জন। আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা তলানিতে পৌঁছে যাওয়ায় স্কুলটি বন্ধের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এর আগেও আলিপুরদুয়ার জেলায় এভাবেই তিনটি স্কুল বন্ধ হয়ে যায়। স্কুল গুলি পুনর্জীবনলাভ নিয়ে ডিপিএস সি কোন উদ্যেগ নেয়নি বলে বিস্তর অভিযোগ রয়েছে। সেই বন্ধের তালিকায় আবার সংযোজন হতে চলেছে বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়।
advertisement

আলিপুরদুয়ারের এই ওয়ার্ডে নিন্মবিত্ত মানুষদের বাসিন্দাদের বসবাস। স্বাভাবিক ভাবেই এই স্কুলে সাধারন পরিবারের ছেলে মেয়েরা পড়তে আসে। স্কুলে রয়েছেন ২ জন শিক্ষক। স্থানীয় বাসিন্দারা স্কুলের শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তারা সাফ জানান,একজন আসেন, একজন আসেন না। সিএল না নিয়ে বাড়িতে বসেই দিব্যি কাটাচ্ছেন শিক্ষকরা। স্কুলটি যাতে পুনর্জীবন লাভ করে সে ব্যাপারে শিক্ষকদের উদ্যেগ নেই বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ কুমারগ্রামে ফের দেখা মিলল প্রাপ্তবয়স্ক ভাল্লুকের! আতঙ্কিত এলাকাবাসী

তাদের আরো অভিযোগ শিক্ষক দের জন্য স্কুল ছাড়ছে ছাত্র ছাত্রীরা। যদিও এ নিয়ে কোন শিক্ষকই মন্তব্য করতে চাননি। এই স্কুলে মিড ডে মিলের জন্য দায়িত্বে রয়েছেন দুজন কর্মী। তারা জানান, স্কুলে ছাত্র ছাত্রী সংখ্যা কমছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ভর্তির কথা বলছি। কিন্তু কোনও কাজ হচ্ছে না। তাই খানিকটা হলেও তিতিবিরক্ত ওই মিড ডে মিলের কর্মী। স্থানীয় কাউন্সিলর দীপক সরকার এর অভিযোগ আবার অভিভাবক দের প্রতি। তিনি বলেন ওই স্কুলের কাছে ইংরেজী মাধ্যম ও নার্সারী স্কুল রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ নৃশংস ঘটনা! কাজ থেকে ফিরতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভি‌যোগ স্বামীর বিরুদ্ধে!

অভিভাবকরা চান তাদের ছেলে মেয়েরা ইংরেজী মিডিয়াম কিংবা নার্সারী স্কুলে পড়ুক। তাই স্কুলে ছাত্র সংখ্যা কমছে। তিনি বলেন,চেষ্টা হচ্ছে স্কুল টাকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনা। বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয় কি আবার স্বমহিমায় ফিরবে? এই প্রশ্ন এখন ওয়ার্ডজুড়ে। যদিও এ নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন কোন মন্তব্য করেন নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রায় নেই ছাত্র! বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ার বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল