এদিন দুপুর থেকে মনোজের বাবা, মা ও পরিজনরা মনোজকে খুঁজে দেওয়ার দাবিতে প্রায় এক ঘন্টা বীরপাড়া চৌপথিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।স্থানীয়রাও এসে যোগ দেয় এই অবরোধে। যদিও পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয়। তৎপর হয়ে উঠে পুলিশ প্রশাসন।শেষে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালিয়ে শিশুবাড়ি শ্মশান ঘাটের ইকতী নদী থেকে পুলিশ উদ্ধার করে যুবকের মৃতদেহ।
advertisement
আরও পড়ুন-গদগদ প্রেম ভেঙে চুরমার! অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে রহস্যময় পোস্ট মালাইকার
আরও পড়ুন-উচ্চ কোলেস্টেরলের যম এই ফল, রোজ সকালে ২ করে খেলেই কমবে স্ট্রোকের ঝুঁকি, ওষুধের চেয়েও বেশি কার্যকরী
মৃতদেহ উদ্ধার করে মাদারিহাট থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। গত মঙ্গলবার থেকে নিখোঁজ হয় যুবক মনোজ লোহার। তাকে তাঁর বন্ধুরা রাতে ডেকে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।পরিবারের পক্ষ থেকে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ জানানো হয়।যদিও তিন জনকেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়।
Annanya Dey